জাল পাসপোর্টে রোমে যাওয়ার সময় ভারতের মুম্বাইয়ে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। অভিযুক্তের নাম বিপন অনিল বড়ুয়া। তার বাড়ি বাংলাদেশের বান্দরবানে। 

শুক্রবার মুম্বাই পুলিশ এক বিবৃতিতে জানায়, গত বুধবার সকালে বিমানবন্দরে ওই বাংলাদেশিকে আটক করা হয়। তিনি ছয় দিনের রিমান্ডে আছেন। জিজ্ঞাসাবাদে বিপন জানিয়েছেন- তিনি একজন বৌদ্ধ ভিক্ষু, তার কাজ বৌদ্ধ ধর্মের প্রচার করা। মুম্বাই থেকে মাস্কাট হয়ে রোমে যাওয়ার কথা ছিল তার।

পুলিশ জানায়, বিমানবন্দরের কর্মকর্তারা বিপনের পাসপোর্টের তথ্য যাচাই করে দেখেন, মুম্বাইয়ের ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসের পক্ষ থেকে তার নামে লুক আউট সার্কুলার জারি হয়েছে। ফলে তাকে ভারতের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

মুম্বাই পুলিশ বলছে, বাংলাদেশ থেকে ২০১৫ সালে হরিদাসপুর সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন বিপন। পরে ২০১৬ সালে ছত্তীসগড়ের রায়পুরে থাকার সময় মিথ্যা তথ্য দিয়ে ভারতীয় পাসপোর্ট নেন তিনি। পরে সেই পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়া, থাইল্যান্ড, লাওস, মিয়ানমার, ভিয়েতনাম ও ব্রিটেন ঘুরে আসেন। 

পুলিশ জানায়, জাল পাসপোর্ট ছাড়াও তার কাছ থেকে ভারতের আধার ও প্যান কার্ড উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।