- অফবিট
- সড়ক দুর্ঘটনা: রাজধানীতে ২ যুবকসহ প্রাণ গেল ১০ জনের
সড়ক দুর্ঘটনা: রাজধানীতে ২ যুবকসহ প্রাণ গেল ১০ জনের

রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দুই যুবকের। চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে মা ও দুই ছেলে নিহত হয়েছেন। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় ভোলায় যুবদল নেতাসহ দু’জন, টাঙ্গাইলে দু’জন এবং পাবনার সাঁথিয়ায় একজনের প্রাণহানি হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক দুর্ঘটনায় নিহত দু’জন হলেন– পোশাককর্মী মিরাজ মিয়া (২৫) ও বাসচালক মো. সেলিম (২৩)। শুক্রবার ভোর ও বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা দুটি ঘটে। মিরাজ মিয়া শুক্রবার ভোরে যাত্রাবাড়ী চৌরাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি বাসের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর।
অন্যদিকে বৃহস্পতিবার রাত ২টার দিকে মাতুয়াইল এলাকার হাসেম রোডে দুর্ঘটনায় আহত হন বাসচালক সেলিম ও তাঁর সহকারী সাদ্দাম। তাঁরা রিকশায় যাওয়ার সময় ঠিকানা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। ঢামেক হাসপাতালে গতকাল ভোরে মারা যান সেলিম।
পটিয়া উপজেলার জিরিগ্রামের শ্বশুরবাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাবার বাড়ি আনোয়ারার বারশত ইউনিয়নের গুন্দ্বীপ গ্রামে অসুস্থ মাকে দেখতে যাচ্ছিলেন কোহিনুর আক্তার (৫০)। সঙ্গে দুই ছেলে ও একমাত্র মেয়ে ছিল। পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কে কর্ণফুলীর ডাকপাড়ায় বাসের সঙ্গে সংঘর্ষে তিনি ও তাঁর দুই ছেলে নিহত হন। ছেলেদের নাম মিরাজ (২৩) ও মানিক (১৭)। গুরুতর আহত হয় মেয়ে সুমাইয়া (১০)। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
ভোলার দৌলতখান উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবদল নেতাসহ দু’জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নুর মিয়ার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– দক্ষিণ জয়নগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলম (৩৫) ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল কালাম (৪৫)। মোটরসাইকেলে তিনজন ছিলেন। রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনজনই ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই নিহত হন আলম। আর আবুল কালাম হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় নিহত দু’জন হলেন– কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের জাবরাজান গ্রামের মোটরসাইকেলচালক শিশির (৩০) ও ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামের আনতাজ আলী মণ্ডল (৬৫)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম জানান, বিকেলে দুই যুবক মোটরসাইকেলে বঙ্গবন্ধু সেতু থেকে গোবিন্দাসীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চিতুলীয়াপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আনতাজকে চাপা দিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক শিশির নিহত হন। অন্য আরোহী ও পথচারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আনতাজ মারা যান।
পাবনার সাঁথিয়ায় পাবনা-ঢাকা মহাসড়কের বনগ্রাম বাজারে ট্রাকচাপায় শফিকুল আলম (৪২) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। তাঁর বাড়ি সুজানগর উপজেলার খয়রান গ্রামে। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সমকাল প্রতিবেদক ও প্রতিনিধিরা]
মন্তব্য করুন