ঢাকা সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

৩৪ বছর বয়সী নারীর মাথায় উঠল 'মিস ফ্রান্স' মুকুট

৩৪ বছর বয়সী নারীর মাথায় উঠল 'মিস ফ্রান্স' মুকুট

ছবি- এএফপি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪ | ১৬:০২ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ | ১৬:৩৭

সৌন্দর্য প্রতিযোগিতায় বেশ কিছু নিয়মের মধ্য দিয়ে যেতে হয় তরুণীদের। এদের মধ্যে কয়েকটি সাধারণ নিয়ম হলো - তরুণীদের বয়স অবশ্যই ২৪ বছরের নিচে হতে হবে ,অবিবাহিত হতে হবে, এবং তাদের সন্তান থাকতে পারবে না। কিন্তু এই প্রথাগত নিয়মকে ভাঙলো এবার ফ্রান্সের ‘মিস মার্টিনিক’ প্রতিযোগিতা । খবর – ফরাসি বার্তা সংস্থা এএফপি

নিয়ম ভেঙ্গে এবারের প্রতিযোগিতায় বিজয়ী হন ফ্রান্সের ৩৪ বছর বয়সী বিমানবালা অ্যাঞ্জেলিক আঙ্গারনি ফিলোপন। এবারের প্রতিযোগিতায় ২৪ বছরের বেশি বয়সী নারীসহ বিবাহিত নারী এবং মায়েদেরও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ ছিলো।  

বিজয়ী আঙ্গারনি ফিলোপন বলেন, ‘আমার এ জয় ওই সকল নারীদের জন্যে অনুপ্রেরণা হয়ে থাকবে যারা ভাবেন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার বয়স তাদের নেই।' 
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ৩০ জন প্রতিযোগী সুইমস্যুট, আঞ্চলিক পোশাক ও বলগাউন পরে বিচারকদের সামনে আসেন । জয়ী হওয়ার পর অঙ্গারনি ফিলোপন মিস ফ্রান্স ফার্ম থেকে এক বছরের বেতন, প্যারিসের একটি অ্যাপার্টমেন্ট  এবং আয়োজকদের কাছ থেকে বিভিন্ন উপহার পাবেন। 

আয়োজকরা বলছেন সময় পাল্টেছে। তারা সফল নারীদের পাশাপাশি সেসব নারীদের কথাও তুলে আনতে চান যারা প্রথাগতভাবে সুন্দর না হওয়ার কারনে অনেকদিক থেকে বঞ্চিত হন। 

আরও পড়ুন

×