ঢাকা সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আবারও ক্ষমতায় ট্রাম্প, উচ্ছ্বসিত এশিয়ার যুবকরা

আবারও ক্ষমতায় ট্রাম্প, উচ্ছ্বসিত এশিয়ার যুবকরা

নারীবাদী 'মি টু' আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন দক্ষিণ কোরিয়ার পুরুষরা। ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪ | ১৬:২২

আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এতে এশিয়া- বিশেষ করে চীন এবং দক্ষিণ কোরিয়ার যুবকরা কেন খুশিতে ফেটে পড়ছেন? মূলত এসব দেশে লিঙ্গবৈষম্য বেশ প্রবল, আর পুরুষরা মনে করেন তারা অবহেলিত। পুরুষদের প্রতি 'বিদ্বেষ' মোকাবেলা করতে ট্রাম্প তাদের পক্ষে থাকবেন, এমনটা ভেবে ট্রাম্পের বিজয়ে তারাও উচ্ছ্বসিত।  খবর- আল জাজিরা


এশিয়ার অনেক পুরুষতান্ত্রিক এবং সাবেকী ঘরানার সমাজই ট্রাম্পকে পছন্দ করে। যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক চেনচেন ঝাং বলেন, 'ট্রাম্পকে প্রায়ই অভিবাসন, নারীবাদ ও এলজিবিটিকিউ অ্যাক্টিভিজম বিরোধী হিসাবে দেখা যায়। যার কারণে অনেকেই তাকে আদর্শ হিসেবে দেখছেন।'


ট্রাম্পের বিজয়ের ফলে পুরুষরা অনলাইনে নিশ্চিন্তে নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন, এমনটা ভাবছেন।  দক্ষিণ কোরিয়ার ৩৪ বছর বয়সী হেয়ারস্টাইলিস্ট ইয়াং সাং জুন বলেন, 'বর্তমানে যে সমতার কথা বলা হয় সে সমতা আসলে আমরা পাচ্ছি না। পুরুষদের এখন নারীদের অধীনে রাখা হয়। আমার মনে হয় নারীরা চোখের পানি ফেললেই যা ইচ্ছে তাই বাগিয়ে নিতে পারে।'


তিনি আরও বলেন, 'আমি আগে ক্লাবে গিয়ে মেয়েদের সাথে পরিচিত হতাম কিন্তু আমি এখন আর তাদের বিশ্বাস করতে পারি না। আমাদের দেশের আইন এমনই একপেশে যে সহজেই একজন পুরুষকে অপরাধী হিসেবে দেখানো যায়।'


চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে ইনফ্লুয়েন্সার জিটিজিটি বলেন, 'সত্যি বলতে, আমি ট্রাম্পের প্রশংসা করি, কারণ তিনি যুদ্ধের মুখোমুখি হতে ভয় পান না।' 


চায়নার আরেক জাতীয়তাবাদি ব্লগার সিমা নান। সামাজিক মাধ্যমে তার ৪৪ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করা সত্ত্বেও ট্রাম্পের জয়কে স্বাগত জানিয়েছেন। চায়নার পুরুষরা মনে করেন সংস্কৃতি , রীতিনীতি এবং রাজনৈতিক নানা কারণে তাদের বিভিন্ন চ্যলেঞ্জের সম্মুখীন হতে হয় । ট্রাম্প যেহেতু পুরুষ বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে অবস্থান করেন, তাই এশিয়ান যুবকরা মনে করছেন ট্রাম্পের বিজয়ে তাদের সুযোগ-সুবিধার জায়গাটা আরও সুপ্রশস্ত হবে। 
 

আরও পড়ুন

×