ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

বিশ্বের সবচেয়ে বড় আলু!

বিশ্বের সবচেয়ে বড় আলু!

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ১২:৪১ | আপডেট: ২৬ নভেম্বর ২০২১ | ০৪:৫০

কলিন এবং ডোনা ক্রেইগ ব্রাউন দম্পত্তি অন্য সময়ের মতো এদিনও নিজেদের বাগানের আগাছা পরিষ্কার করতে বের হন। পরিষ্কারের সময় মাটিতে কলিনের কোদালটি আটকে যায়। এতেই খটকা লাগে তাদের। কিছুটা মাটি খুঁড়তেই দেখা মেলে অদ্ভুত আকারের বিশাল আলু।

বিষয়টা নিশ্চিত হতে আলুর চামড়া কেটে মুখে দিয়ে দেয় ডোনা। তারপর বলেন, 'আমরা বিশ্বাসই করতে পারছিলাম না, একটা আলু এত বড় হতে পারে।' 

ডোনা বলেন, 'এই আলু দেখতে অন্য সাধারণ আলুর মতো দেখতে না। আলুটা দেখতে সুন্দর না, অদ্ভুত রকমের। আমরা ভাবছি, এটা বিশ্বের সবচেয়ে বড় আলু।' 


তিনি আরও বলেন, 'এই আলু পরিমাপ করে দেখা যায় এটি ১৭.৪ পাউন্ড। যা একটি কুকুরের বাচ্চার সমান। এই আলুটি ফেসবুকে পোস্ট করেছি আমরা। এটা নিয়ে বাইরে দেখাতে নিয়ে গেছিলাম আমরা।' 

হ্যামিলটনের কাছে তাদের ছোট এই খামারে এমন আলুর সন্ধান পাওয়ায় দেখতে ভিড় করেন স্থানীয়রা। এই আলুর নাম দেওয়া হয়েছে ডগ।

এই দম্পতি আরও জানান, ‘ডগ’ নামের আলুটিকে স্বীকৃতি দেওয়ার জন্য গিনেস-এ আবেদন করেছেন। সেখান থেকে উত্তরের অপেক্ষায় তারা। যদিও গিনেসের পক্ষ থেকে এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।'

আরও পড়ুন

×