- মতামত
- মশা নিধন কার্যক্রম মনিটরিং বড় চ্যালেঞ্জ: মেয়র আতিক
মশা নিধন কার্যক্রম মনিটরিং বড় চ্যালেঞ্জ: মেয়র আতিক

ফাইল ছবি
মশা নিধন কার্যক্রম মনিটরিং করা একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, এ জন্য রমজানের পর বায়োমেট্রিক পদ্ধতিতে মশক নিধন কর্মীদের হাজিরা নিশ্চিত করা হবে। এ ছাড়া আধুনিক ইন্টারনেট অব থিং (আইওটি)-এর মতো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে।
বৃহস্পতিবার গুলশান-বাড্ডা লিঙ্ক রোডের গুদারাঘাটে চলমান মশক নিধন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পরে তিনি বনানী ১ নম্বর রোডের ন্যাম ভিলেজ সংলগ্ন লেক ও গুলশানে মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন।
আতিকুল ইসলাম বলেন, সব অঞ্চল থেকে মশক নিধন কর্মীদের একটি অঞ্চলে এনে সমন্বিত অভিযান চলছে। এখানে ১ হাজার ২০০ মশক নিধন কর্মী ঠিকভাবে কাজ করছে কিনা সেটি মনিটরিং করা কঠিন কাজ।
এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়েদুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর মাসুম গনি তাপস প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন