সদ্য প্রকাশিত হয়েছে ২০২১-২২ সেশনের সরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল। দেখা গেছে, সারাদেশের মধ্যে খুলনা সিটি কলেজের প্রাক্তন শিক্ষার্থী সোমাইয়া মোসলেম মীম নামে একটি মেয়ে প্রথম হয়েছেন। মেডিকেলের এই ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রথম হওয়া এই মীমকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাকে নিয়ে টানাহ্যাঁচড়া শুরু হয়েছে। খুলনায় অবস্থিত একাধিক কোচিং সেন্টার এবং মেডিকেল ব্যাচ থেকে দাবি করা হচ্ছে, মীম তাদের কোচিং কিংবা ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সে ক্ষেত্রে দেখা গেছে, খুলনার পাঁচ-ছয়টি কোচিং এবং ব্যাচ এমন ঘোষণা দিয়ে নিজ নিজ ব্যানার-পোস্টারে তার ছবি দিয়ে প্রচারণা চালাচ্ছে।
শুধু মেডিকেল নয়; আমাদের দেশে প্রতিবছর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হন; তাদের ছবিসহ বিভিন্ন তথ্য দিয়ে এসব কোচিং সেন্টার এমন মিথ্যা প্রচারণা চালায়, যা মোটেও কাম্য নয়। এসব কোচিং সেন্টার শিক্ষাকে বাণিজ্যে রূপান্তর করেছে। তাই নানা ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দিতে চায়। এর মাধ্যমে তারা বেশিসংখ্যক শিক্ষার্থী টেনে নিজেদের পকেট ভারি করার অপচেষ্টা চালায়। তাদের রং-বেরঙের বিজ্ঞাপনে প্রতারিত হয়ে অনেকে ভর্তি হন। পরে দেখা যায়, মানসম্মত পাঠদানে এসব প্রতিষ্ঠান ব্যর্থ হয়। তাই এসব মিথ্যা প্রচারকারী কোচিং সেন্টারের পরিচালকদের বিরুদ্ধে প্রতারণার দায়ে ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।
শিক্ষার্থী, সরকারি বিএল কলেজ, খুলনা