- মতামত
- ৬৫ বছরের বেশি বয়সীদের হজের সুযোগ নেই এবার: প্রতিমন্ত্রী
৬৫ বছরের বেশি বয়সীদের হজের সুযোগ নেই এবার: প্রতিমন্ত্রী

সৌদি সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী, নিবন্ধন করা থাকলেও ৬৫ বছরের বেশি বয়সীরা চলতি বছরে হজের সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল।
সোমবার সচিবালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, 'ইন্টারন্যাশনালি বিশ্বের সঙ্গে একই সিস্টেমে চলছে। ৬৫ বছরের বেশি যাদের বয়স হয়েছে, তারা যেতে পারবেন না।'
মন্ত্রী জানান, অন্যবার হজের সব কাজ শেষ করতে যেখানে তিন থেকে চার মাস সময় পাওয়া যেত, এবার হাতে মাত্র ৩৪ দিন সময় আছে। এর মধ্যেই সব কাজ শেষ করতে হবে।
বাংলাদেশ থেকে এ বছর মোট ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন।
মন্তব্য করুন