- মতামত
- পি কে হালদারের সহযোগীর স্ত্রীকে ইডির নোটিশ
পি কে হালদারের সহযোগীর স্ত্রীকে ইডির নোটিশ

পি কে হালদার-কাণ্ডে এবার ইডির নোটিশ পাঠানো হলো অর্থ পাচার মামলার অন্যতম আসামি স্বপন মৈত্রর স্ত্রী ও দুদকের এজাহারভুক্ত আসামি পূর্ণিমা মৈত্র ওরফে পূর্ণিমা হালদার ওরফে পূর্ণিমা মিস্ত্রিকে। গত শনিবার বিকেলে অশোকনগর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাড়িতে আসামিকে জিজ্ঞাসাবাদ এবং নোটিশ দিতে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্মকর্তারা।
সূত্র জানায়, পি কে হালদারের অন্যতম সহযোগী পূর্ণিমার স্বামী স্বপন মৈত্র ওরফে স্বপন মিস্ত্রি এবং দেবর উত্তম মৈত্র ওরফে উত্তম মিস্ত্রি। তারা আটক হওয়ার পরই গা-ঢাকা দিয়েছেন পূর্ণিমা ও তাঁর জা রচনা। তবে শেষ কবে তাঁদের দেখা গেছে, সে বিষয়ে মুখ খুলতে নারাজ স্থানীয়রা।
মন্তব্য করুন