- মতামত
- অস্পষ্ট প্রেসক্রিপশনে বিড়ম্বনা
অস্পষ্ট প্রেসক্রিপশনে বিড়ম্বনা

আমি একজন রোগীকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। তিনি রোগীকে দেখে কয়েকটি ওষুধের নাম লিখে দিলেন। আমি সেই প্রেসক্রিপশন নিয়ে যাই ফার্মেসিতে। ফার্মেসির এক স্টাফ প্রেসক্রিপশনটি দেখে কিছুক্ষণ ভাবার পর বললেন, এ কোম্পানির ওষুধ এখানে নেই, অন্যখানে দেখতে পারেন। এর পর আরও কয়েকটি ফার্মেসিতে গেলাম। তাঁরা একই কথা বললেন। তাহলে ডাক্তার সাহেব এমন কী ওষুধ লিখলেন, যা কোনো ফার্মেসিতেই পাওয়া যাচ্ছে না? আমি ডাক্তারের কাছে ফের এসে বললাম, এই ওষুধ তো পাওয়া যাচ্ছে না। তিনি অনেক দূরের একটি ফার্মেসির সন্ধান দিলেন। ঠিকানা মতো সেই ফার্মেসিতে যাওয়া হলো। ফার্মেসির স্টাফ প্রেসক্রিপশনটি দেখে লেখাগুলোর দিকে তাকিয়েই রইলেন। কোনো কিছু বলছেন না। অপর একজন প্রেসক্রিপশনটি তাঁর কাছ থেকে নিয়ে বললেন, ওষুধগুলো আছে, তবে কোম্পানি ভিন্ন। নিলে নিতে পারেন। আমাকে ওষুধগুলো দেওয়া হলো। কিন্তু প্রেসক্রিপশনের প্রথম অক্ষর কিছুটা বোঝা গেলেও বাকি অক্ষরগুলো কোনো কিছুতেই বোঝা যাচ্ছে না। ওষুধের গায়ে লেখাটাও প্রেসক্রিপশনের সঙ্গে মেলাতে পারছি না। লেখাটা মিলছে না বলে তাঁদের জিজ্ঞেস করলে বলেন, অন্য কোম্পানির ওষুধ লেখা মিলবে কী করে?
আমি ওষুধ নিয়ে যখন আগের ফার্মেসির পাশ দিয়ে আসছিলাম, আমার হাতে ওষুধ দেখে ফার্মেসির স্টাফ বললেন, 'কী ভাই, ওষুধ পাইছেননি?' তাঁকে ওষুধ দেখালে বলেন, এই ওষুধ তো আমাদের ফার্মেসিতেও আছে। কিন্তু প্রেসক্রিপশনের সঙ্গে মিল নেই। সত্য কথা বলতে প্রেসক্রিপশনটির লেখা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না বিধায় আমরা বলছি, এসব ওষুধ অন্য কোম্পানির। কারণ, ওষুধ কোম্পানির সঙ্গে কিছু ডাক্তারের হাত আছে। তাঁরা ওইসব কোম্পানির ওষুধের নাম লিখে রাখেন। এ ছাড়া তাঁদের লেখাগুলোও স্পষ্ট নয়; বুঝতে আমাদের কষ্ট হয়।
উচ্চ আদালত সুস্পষ্টভাবে ক্যাপিটাল লেটারে বা বড় অক্ষরে সুস্পষ্টভাবে প্রেসক্রিপশনে লেখার নির্দেশ দিয়েছেন। তাহলে এখনও কেন ডাক্তাররা অস্পষ্টভাবে লিখেই চলেছেন? স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে তাঁরা অস্পষ্টভাবে প্রেসক্রিপশন না লেখেন। যাঁরা লেখেন তাঁদের আইনের আওতায় আনার অনুরোধ রইল। কারণ, একটি ভুল ওষুধ রোগীর মৃত্যুর কারণ হতে পারে।
টঙ্গিবাড়ী, মুন্সীগঞ্জ
আমি ওষুধ নিয়ে যখন আগের ফার্মেসির পাশ দিয়ে আসছিলাম, আমার হাতে ওষুধ দেখে ফার্মেসির স্টাফ বললেন, 'কী ভাই, ওষুধ পাইছেননি?' তাঁকে ওষুধ দেখালে বলেন, এই ওষুধ তো আমাদের ফার্মেসিতেও আছে। কিন্তু প্রেসক্রিপশনের সঙ্গে মিল নেই। সত্য কথা বলতে প্রেসক্রিপশনটির লেখা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না বিধায় আমরা বলছি, এসব ওষুধ অন্য কোম্পানির। কারণ, ওষুধ কোম্পানির সঙ্গে কিছু ডাক্তারের হাত আছে। তাঁরা ওইসব কোম্পানির ওষুধের নাম লিখে রাখেন। এ ছাড়া তাঁদের লেখাগুলোও স্পষ্ট নয়; বুঝতে আমাদের কষ্ট হয়।
উচ্চ আদালত সুস্পষ্টভাবে ক্যাপিটাল লেটারে বা বড় অক্ষরে সুস্পষ্টভাবে প্রেসক্রিপশনে লেখার নির্দেশ দিয়েছেন। তাহলে এখনও কেন ডাক্তাররা অস্পষ্টভাবে লিখেই চলেছেন? স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে তাঁরা অস্পষ্টভাবে প্রেসক্রিপশন না লেখেন। যাঁরা লেখেন তাঁদের আইনের আওতায় আনার অনুরোধ রইল। কারণ, একটি ভুল ওষুধ রোগীর মৃত্যুর কারণ হতে পারে।
টঙ্গিবাড়ী, মুন্সীগঞ্জ
মন্তব্য করুন