বঙ্গবন্ধুর বিভিন্ন আঙ্গীকের শতাধিক আলোকচিত্র, ছবি, স্মারক, ছড়া ও কবিতার প্রদর্শনীর মধ্য দিয়ে ১ আগস্ট থেকে ফরিদপুরে শুরু হয়েছে সমকাল সুহৃদ সমাবেশের মাসব্যাপী কর্মসূচি।

এরই ধারাবাহিকতায় শনিবার ফরিদপুর শহরের জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে প্রদর্শনীর পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে ছড়া, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যাপক আলতাফ হোসেনের নির্দেশনায়  ভ্রাম্যমান ছবির প্রদর্শনীর তৃতীয় এই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষক শারমীন সুলতানার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. লিটন আলী, জেলা শিক্ষা প্রকৌশল আধীদপ্তরের নির্বাহী পরিচালক মো. আরিফুজ্জামান, ফরিদপুর সুহৃদের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক কাজী সবুজ।

অতিথিরা সুহৃদদের হাতে গড়া নান্দনিক বিভিন্ন উপকরণ ও প্রদর্শিত ছবি ঘুরে দেখেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বঙ্গবন্ধুর কর্মময় ও সৃষ্টিশীল জীবনের উপর আলোকপাত করে আলাপচারিতায় অংশ নেন। এসময় ১ম শ্রেণীর শিক্ষার্থী নামিরা কবীর বঙ্গবন্ধুকে নিয়ে ছড়া এবং একই শ্রেণীর সৌম্যদীপ চক্রবর্তী ৭ মার্চের ভাষণ শোনায়। পরে কোরাস নামতা ছড়ায় বঙ্গবন্ধুকে উপস্থাপন করে শিশু শিক্ষার্থীরা।

এর আগে গত ৫ আগস্ট শহরের অবহেলিত ‘বান্ধব পল্লী’তে হাসিমুখ পাঠশালার শিশুদের সাথে ছবি প্রর্শনীর পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে কর্মশালার আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ। ১ আগষ্ট ফরিদপুর শহরের টেপাখোলায় নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমান এই আলোকচিত্র, ছবি, স্মারক, ছড়া ও কবিতার মাসব্যাপী চলমান প্রদর্শণীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের সামনে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনীতেও সমকাল সুহৃদের তৈরি করা এই ছবি ও উপকরণগুলো স্থান পাবে।