- মতামত
- গদার নতুন সিনেমার পথিকৃৎ
গদার নতুন সিনেমার পথিকৃৎ
![জ্যঁ-লুক গদার [জন্ম :৩ ডিসেম্বর ১৯৩০-মৃত্যু :১৩ সেপ্টেম্বর ২০২২]](https://samakal.com/uploads/2022/09/online/photos/ghofar1-samakal-63231b0f14911.jpg)
জ্যঁ-লুক গদার [জন্ম :৩ ডিসেম্বর ১৯৩০-মৃত্যু :১৩ সেপ্টেম্বর ২০২২]
জ্যঁ-লুক গদার এত বড় মাপের একজন নির্মাতা তাঁর সম্পর্কে বলা খুব কঠিন। সিনেমার একেবারে প্রচলিত চিত্র নির্মাণের যে ধারা বইছিল এটিকে তিনি দুঃসাহসিকতার সঙ্গে ভেঙেছেন। এই ভাঙা ও বিদ্রোহের মধ্যেই তিনি সৃষ্টিশীল হয়ে ওঠেন 'ব্রেথলেস'-এর মতো ছবি করে।
তিনি ষাটের দশক থেকে শুরু করে প্রায় পুরো অর্ধশতাব্দী সফলতার সঙ্গে নিজেকে অসাধারণ নির্মাতা হিসেবে প্রমাণ করতে পেরেছেন। এটি হচ্ছে তাঁর সবচেয়ে বড় অবদান। 'ম্যাসকুলিন ফেমিনিন', 'পাইরেট লে ফু', 'লা পেটিট সোলদাদ', 'ইন প্যারিস অব লাভ', 'দ্য লিটল সোলজার', 'মেড ইন ইউএসএ','উইকেন্ড', 'দ্য কারাবিনারস', 'অল দ্য বয়েজ আর কল্ড প্যাট্রিক','দ্য ইমেজ বুক'-এর মতো ছবি উপহার দিয়ে নিজেকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছেন তিনি।
স্টুডিও ধারার বাইরে গুটি কয়েক মানুষ নিয়ে, হাতে ধরা ছোট ক্যামেরায় পুরো ছবি বানিয়ে ফেলতে পারেন, তা কেউ তখন কল্পনাও করেননি। তাঁর পরিচালিত অনেক ছবিতে দেখা যায় গল্প নেই, অথচ আছে অনেক কিছু- এখানে প্রকাশ পায় কিংবদন্তি নির্মাতা গদারের মাহাত্ম্য।
প্রথম ছবি 'ব্রেথলেস' মুক্তির পর পুরো বিশ্বের নজরে পড়েন তিনি। এই ছবির মাধ্যমে তিনি সিনেমায় নতুন ভাষার জন্ম দেন। হ্যান্ডহেল ক্যামেরার কাজ 'জাম্প কাট'-এর মাধ্যমে ছবির গল্প বলার ধরনকেই আমুল বদলে দিয়েছিলেন তিনি। তাঁর বানানো একের পর এক ছবি ফরাসি চলচ্চিত্রের অচলায়তন ভেঙে দিয়েছে। চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে গদার সবসময় কাজ করেছেন, যা অনুসরণ করে আগামীতে আরও অনেক নির্মাতার আগমন হবে। তাঁর প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা।
মন্তব্য করুন