- মতামত
- ঢাবি সাংবাদিক সমিতির ৩৭ বছরপূর্তি উদযাপন
ঢাবি সাংবাদিক সমিতির ৩৭ বছরপূর্তি উদযাপন

ঢাবি সাংবাদিক সমিতির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকালে ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
পরে উপাচার্যের নেতৃত্বে ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে এক র্যালি বের করা হয়। এ সময় সমিতির সভাপতি মামুন তুষার এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমিতির সদস্যবৃন্দ এবং সমিতি সংশ্লিষ্ট বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সুস্থ ধারার সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চায় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণাসহ সামগ্রিক উন্নয়নকে আরও এগিয়ে নিতে দক্ষতার সঙ্গে কাজ করার জন্য সমিতির সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানান।
এছাড়া, সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন