- মতামত
- উন্নয়নের আলোকবর্তিকা
উন্নয়নের আলোকবর্তিকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
বাংলাদেশ ডাক বিভাগের জন্য সেটা ছিল এক ক্রান্তিকাল। শতাব্দীপ্রাচীন এ সংস্থাটি কার্যত ধীরে ধীরে স্থবির হয়ে পড়ছিল। প্রতিযোগিতায় পড়ে মোবাইল ফোন, ব্যাংক এবং আধুনিক যোগাযোগ প্রযুক্তির কাছে নিজেদের সব ধরনের কাজ হারিয়ে ফেলছিল প্রতিষ্ঠানটি। সেই সময়ে তিনি ডাক বিভাগকে ঢেলে সাজানোর ওপর গুরুত্ব দিলেন। তিনি বললেন, সেকেলে পদ্ধতিতে কাজ করে ডাক বিভাগ আর টিকে থাকতে পারবে না। নতুন যুগের সঙ্গে তাল মেলানোর জন্য তিনি তাগাদা দিলেন ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানকে। এই বলা থেকেই জন্ম নিল এক নতুন আইডিয়া- নগদ।
এই নতুন পথ দেখানো মানুষটি আর কেউ নন- শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে ডিজিটাল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা দিয়েছেন। এই বাংলাদেশের আরও অনেক নতুন আবিস্কার, নতুন আইডিয়া বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। নতুন উচ্চতায় ছুটে চলা তেমনই এক উদ্ভাবন 'নগদ'-এর যাত্রাও হয়েছে তাঁর হাত ধরে। '৭৫-এ বাংলাদেশ যে কালো অধ্যায়ে প্রবেশ করেছিল, সেখান থেকে বাংলাদেশকে আলোর পথে নিয়ে এসেছেন তিনি। প্রচণ্ড আত্মবিশ্বাস আর ইচ্ছাশক্তিতে বলীয়ান হয়ে বাংলাদেশকে সামনের পানে এগিয়ে নিচ্ছেন তিনি।
এক পদ্মা সেতুকে বলা যায় শেখ হাসিনার জেদ ও মঙ্গল করার ইচ্ছার সেরা বহিঃপ্রকাশ। এক সময় এই বাংলাদেশকে বলা হয়েছে তলাবিহীন ঝুড়ি। শেখ হাসিনা সেই দেশের রপ্তানি আয় অর্ধশত বিলিয়ন ডলার পার করেছেন। আজ বাংলাদেশের মেধাবী তরুণরা একের পর এক নতুন উদ্ভাবনের মাধ্যমে চমক দিচ্ছে বিশ্বকে। এই দেশটির একেবারে দূরতম প্রান্তেও এখন আধুনিক যোগাযোগ ব্যবস্থা পেঁৗঁছে গেছে। প্রসার ঘটেছে দ্রুতগতির ইন্টারনেটের। ডিজিটাল সেবাও এখন হাতের মুঠোয়।
আজ আমরা দেখতে পাচ্ছি, এই বাংলাদেশ প্রায় সর্বক্ষেত্রে ডিজিটাল হয়ে উঠেছে। ভূমির নামজারি, হাসপাতালের সেবার জন্য নাম নিবন্ধন থেকে শুরু করে প্রতিদিনকার মিটিং; সবই এখন হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। এরই অংশ হিসেবে বড় এক বিপ্লব ঘটে গেছে ডিজিটাল লেনদেনে। মাত্র কয়েক বছর আগেও যেখানে মাত্র ৩০ শতাংশ মানুষ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় ছিল। আর দ্য গ্লোবাল ফিন্ডেক্স ডাটাবেজ রিপোর্ট বলছে, এখন ৫৩ শতাংশ মানুষ আনুষ্ঠানিক আর্থিক সেবায় রয়েছে। আনন্দ সংবাদটা এখানেই যে, প্রধানমন্ত্রীর হাত দিয়ে যাত্রা করা নগদ-ই দেশকে এতটা তুলে আনতে বড় ভূমিকা রেখেছে। পুরোনো অনেক সেবার গতিধারাই বদলে দিয়েছে সময়ের সঙ্গে এগিয়ে চলা আধুনিক নগদ। প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানাই। তিনি যতদিন হাল ধরে আছেন, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।
তানভীর এ মিশুক : ব্যবস্থাপনা পরিচালক, নগদ
মন্তব্য করুন