যানজট রাজধানী ঢাকার প্রধান সমস্যা। এখানে নিয়মিত গাড়ির সংখ্যা বাড়লেও বাড়েনি রাস্তা। বিদ্যমান রাস্তার অধিকাংশ সংকীর্ণ। নেই গাড়ি পার্কিংয়ের যথেষ্ট জায়গা। ফলে সৃষ্টি হচ্ছে যানজট। সড়ক-মহাসড়কে যানজটের এমন চিত্র শুধু ভোগান্তি নয়, বরং নষ্ট করছে কর্মঘণ্টা। সড়কে পরিবহনের পাশাপাশি থমকে আছে দেশের অর্থনৈতিক অগ্রগতি। শুধু ঢাকা নয়; যানজটে পিষ্ট পুরো দেশ। সড়ক পরিবহন ব্যবস্থাপনায় এখনও যথেষ্ট অগ্রগতি অর্জন করা সম্ভব হয়নি। সংবাদমাধ্যম সূত্রে জানা যায় দেশে গত ডিসেম্বরে প্রায় ১০০ আঞ্চলিক ও জাতীয় মহাসড়ক খুলে দেওয়ার তথ্য, যা নিঃসন্দেহে সড়ক পরিবহন ব্যবস্থায় উন্মোচন করেছে নবদিগন্ত। তবে দুঃখের বিষয়, বিদ্যমান সড়ক-মহাসড়কে অনেকেই নিয়মনীতির তোয়াক্কা করছে না। ফিটনেসবিহীন গাড়ির ছড়াছড়ি। অনুমোদন না নিয়ে সড়কে গাড়ি চলাচলসহ বেশ কয়েকটি বিষয় যানজটের প্রধান কারণ। তা ছাড়া পথচারী চলাচলের ফুটপাত থাকে ব্যবসায়ীদের দখলে। বাধ্য হয়ে গাড়ি চলাচলের রাস্তা ব্যবহার করে পথচারী। এটিও যানজটের বিশেষ কারণ।
অর্ধকোটি মানুষের বসবাস উপযোগী রাজধানী ঢাকা। সেখানে জনসংখ্যা প্রায় দুই কোটি। মানুষের এই বাড়তি চাপসহ অনেক কারণে বেহাল এ শহর। আয়তন ও জনসংখ্যার তুলনায় ঢাকা কোনো মেগাসিটি থেকে কম নয়। যেখানে ঢাকার মোট সড়ক দরকার ছিল আয়তনের প্রায় ২৫ শতাংশ, সেখানে আছে মাত্র ১০ শতাংশ। ফুটপাত দখল, অবৈধ গাড়ি পার্কিং, ট্রাফিক পুলিশের দায়িত্বে অবহেলা, ঘুষ গ্রহণ এবং জনগণের মধ্যে আইন অমান্যের প্রবণতা বেড়ে যাওয়ায় বাড়ছে যানজট। এক প্রতিবেদনে দেখা যায়, রাজধানীর মোট রাস্তার ৫৪ দশমিক ২ শতাংশ প্রাইভেটকারের দখলে। প্রশ্ন হলো, প্রাইভেটকারের সংখ্যা বেশি হওয়ার কারণ কী? এক পরিসংখ্যান থেকে জানা যায়, গত এক দশকে শুধু যানবাহন বেড়েছে ২ লাখ ১২ হাজার। এটিরও নিয়ন্ত্রণ জরুরি।

যানজট নিরসনে আন্ডারপাস, রোড ডিভাইডার, ওভারব্রিজ নির্মাণসহ বেশ কয়েকটি উদ্যোগ সরকারের তরফ থেকে নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় কম। প্রসঙ্গ বিবেচনায় যানজটের একটি চিত্র তুলে ধরা যেতে পারে।

গত বছরের ৩ জানুয়ারি সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দীর্ঘ দুই ঘণ্টা কুড়িল বিশ্বরোড থেকে মতিঝিল পর্যন্ত ছিল বিশাল পরিবহনজট। জটের শহরে মেট্রোরেল চালুর মাধ্যমে কিছুটা স্বস্তির আভাস ঢাকাবাসী পেলেও যানজট পুরোপুরি নিরসনে আর কত দিন লাগবে- সেটিও এখন প্রশ্ন। যানজটের এ দৃশ্য সত্যিই পীড়াদায়ক। এ সমস্যা থেকে উত্তরণ জরুরি।

নিউমার্কেট, ঢাকা