
১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশে প্রত্যাবর্তনের পর তাঁর সঙ্গে লেখক
বাঙালি জাতির জীবনে ১০ জানুয়ারি অনন্য ঐতিহাসিক দিন। ১৯৭২-এর এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলার মানুষ বিজয়ের পরিপূর্ণতা অর্জন করে। '৭১-এর ১৬ ডিসেম্বর বাংলাদেশ হানাদারমুক্ত হলেও বাংলার মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি। স্বাধীনতা সেদিন পূর্ণতা পায়, যেদিন জাতির পিতা স্বজন হারানোর বেদনা নিয়ে তাঁর স্বপ্নের স্বাধীন সোনার বাংলায় ফিরে এসেছিলেন।
মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুকে পাকিস্তানের ফয়সালাবাদের প্রধান কারাগার লায়ালপুর জেলে রাখা হয়েছিল। আগস্টের মাঝামাঝি সামরিক আদালতে তাঁর বিচার শুরু হয়। বিচারের রায় ছিল পূর্বনির্ধারিত। ২৬ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের সময় ইয়াহিয়া খান বলেছিলেন, 'বিনা শাস্তিতে সে পার পাবে না।' বিচারটা ছিল প্রহসনের। গোটা বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ উপেক্ষা করেছিলেন বঙ্গবন্ধু। বিচার প্রক্রিয়া চলাকালে তাঁর পক্ষে নিয়োগ করা আইনজীবী জিজ্ঞেস করেছিলেন, 'মুজিব নিজের পক্ষে কোনো অবস্থান নিতে চান কিনা।' উত্তরে বঙ্গবন্ধু বলেছিলেন, 'আমি নির্বাচিত প্রধানমন্ত্রী। আমাকে অথবা আমার জনগণকে বিচার করার কোনো অধিকার এদের নেই। আইনের দিক দিয়ে কোনো বৈধতা এই আদালতের নেই।' (পাকিস্তানের কারাগারে শেখ মুজিবের বন্দীজীবন, আহমেদ সালিম)
'৭১-এর ৩ ডিসেম্বর প্রহসনমূলক বিচারের রায়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বঙ্গবন্ধুর ফাঁসির দণ্ড হয়। আহমেদ সালিম লিখেছেন, 'জেলের ডেপুটি সুপার ফজলদাদ একদিন ব্যারাকে এসে ৮ জন বন্দিকে বাছাই করলেন। এদের দিয়ে ৮ ফুট দৈর্ঘ্য, ৪ ফুট প্রশস্ত ও ৪ ফুট গভীর গর্ত খোঁড়া হলো। উপস্থিত সবাই বুঝতে পারলেন, সেই রাতেই শেখ মুজিবকে ফাঁসি দেওয়া হবে। ৯টার মধ্যে কবর খোঁড়া সম্পন্ন হলো। কিন্তু ফাঁসি দেওয়ার নির্ধারিত দিন জুলফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে দেখা করে শেখ মুজিবকে ফাঁসি না দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, যদি মুজিবকে ফাঁসি দেওয়া হয়, তবে বাঙালির ক্রোধের লক্ষ্য হবে পূর্বাঞ্চলে মোতায়েনকৃত পাকিস্তানি বাহিনীর সর্বোচ্চ অফিসার থেকে সর্বনিম্ন সৈনিক পর্যন্ত সবাই। ইয়াহিয়া খান মুজিবের ফাঁসি স্থগিত রাখেন। কয়েক দিনের জন্য কবর ভরাট করা হয়। ১৫ দিন পর একইভাবে গর্ত খোঁড়ার হুকুম আসে। এবারও শেখ মুজিবের ফাঁসি দেওয়া হলো না। এমনি প্রক্রিয়া ৩ বার ঘটেছিল এবং ৩ বারই তাঁর ফাঁসি পিছিয়ে দেওয়া হয়।' (প্রাগুক্ত)
পাকিস্তানের নিঃশর্ত আত্মসমর্পণের পর ইয়াহিয়া খানকে অপসারণ করে ভুট্টো পাকিস্তানের প্রেসিডেন্ট হন। ইয়াহিয়া খান ভুট্টোর কাছে আবেদন করেছিলেন- 'আমার একটি স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। সেটি হলো শেখ মুজিবকে ফাঁসিকাষ্ঠে ঝোলানো। আমাকে সেই সুযোগ দেওয়া হোক।' ভুট্টো মিয়ানওয়ালি কারাগারের জেল সুপার হাবিব আলীর কাছে বার্তা পাঠান এবং বঙ্গবন্ধুকে মিয়ানওয়ালি কারাগার থেকে চশমা ব্যারাজস্থ হাবিব আলীর বাসভবনে নিয়ে রাখা হয়। এর পর ভুট্টো বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে অনুনয়-বিনয় করে পাকিস্তানের সঙ্গে একটি সম্পর্ক রাখার জন্য অনুরোধ করেন। বঙ্গবন্ধু ঘৃণাভরে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
দেশের মাটিতে পা দিয়ে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষের সামনে বক্তব্য দেন। ওই ভাষণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে উদ্ৃব্দত করে বলেন- 'সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী,/ রেখেছ বাঙালী করে, মানুষ কর নি- কবিগুরুর কথা মিথ্যা প্রমাণ হয়ে গেছে। আমার বাঙালি আজ মানুষ।' মানুষ পরম পরিতৃপ্ত হয়েছে এই ভেবে- আজ থেকে আমরা প্রকৃতই স্বাধীন। সভামঞ্চ থেকে বঙ্গবন্ধু ধানমন্ডির ১৮ নম্বর বাড়িতে গেলেন, যেখানে তাঁর পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন। ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনটি শত্রুবাহিনী এমনভাবে তছনছ করে দিয়েছিল, যা বসবাসের অনুপযুক্ত ছিল। প্রিয় সহকর্মীদের সঙ্গে ১১ জানুয়ারি বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে ১২ জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন এবং ১৪ জানুয়ারি বঙ্গবন্ধু আমাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় তাঁর রাজনৈতিক সচিব করেন। দেশে প্রতিষ্ঠিত হয় সংসদীয় গণতন্ত্র।
জাতির পিতার দুটি স্বপ্ন ছিল- বাংলাদেশ স্বাধীন করা এবং দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলায় রূপান্তর করা। আমাদের স্বাধীনতা এনে দিয়ে প্রথম স্বপ্ন তিনি পূরণ করেছেন। আরেকটি স্বপ্ন বাস্তবায়নে যখন দ্বিতীয় বিপ্লবের ডাক দিলেন, তখনই জাতির পিতাকে সপরিবার হত্যা করা হলো। আমাদের সৌভাগ্য, তাঁর দুই কন্যা তখন বিদেশে অবস্থান করায় রক্ষা পান। '৮১-এর মধ্য ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যার হাতে রক্তে ভেজা আওয়ামী লীগের পতাকা আমরা তুলে দিয়েছিলাম। সেই পতাকা হাতে নিয়ে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন। প্রতিপক্ষের শত ষড়যন্ত্র সত্ত্বেও জাতির পিতার জন্মশতবর্ষ 'মুজিববর্ষ' এবং মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী পেরিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক প্রতিটি সূচক আজ ইতিবাচক অগ্রগতির দিকে ধাবমান। করোনা অতিমারি সফলভাবে মোকাবিলা ও দেশের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করে তিনি মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নিষেধাজ্ঞার যে কূটকৌশল চলছে, আশা করি সে পরিস্থিতিও ধৈর্যের সঙ্গে তিনি মোকাবিলা করতে সক্ষম হবেন। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বঙ্গবন্ধুকন্যা বিশ্বজুড়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। সম্প্রতি রাজধানী ঢাকায় গণপরিবহন মেট্রোরেল চালু করেছেন। যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে জাতির পিতা 'স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' প্রতিষ্ঠা করেছিলেন; দীর্ঘ পথপরিক্রমায় তাঁরই সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আজ তা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত সোনার বাংলায় রূপান্তরিত হতে চলেছে। সেদিন বেশি দূরে নয়, যেদিন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যাবেন এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর করবেন।
তোফায়েল আহমেদ: আওয়ামী লীগ নেতা; সংসদ সদস্য; সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, জাতীয় সংসদ
tofailahmed69@gmail.com
মন্তব্য করুন