- মতামত
- বেতনের টাকা দিয়ে সংসার চলছে না শ্রমিকদের
বেতনের টাকা দিয়ে সংসার চলছে না শ্রমিকদের
-cop-samakal-63caf28a8c0ce.jpg)
নারায়ণগঞ্জে শ্রমিক ফ্রন্টের সমাবেশে বক্তব্য দেন রাজেকুজ্জামান রতন - সমকাল
দেশের শ্রমিকরা যে বেতন পাচ্ছেন, তা দিয়ে সংসার চলছে না বলে মন্তব্য করেছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি রাজেকুজ্জামান রতন। গতকাল শুক্রবার সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। এর আগে এক মিছিল নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে রাজেকুজ্জামান বলেন, দেশের কৃষি-শিল্প ও সেবা খাতে কর্মরত আছেন ৬ কোটি ৮২ লাখ শ্রমিক। তাঁদের শ্রমে জিডিপি, মাথাপিছু আয় ও রপ্তানি আয় বাড়ে। অথচ পৃথিবীর সবচেয়ে কম মজুরি পেতে হয় তাঁদের। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক কারখানাগুলোতে চার বছরের বেশি সময় ধরে মজুরি বাড়েনি বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমান বাজারমূল্য বিবেচনায় গার্মেন্ট শ্রমিকদের নূ্যনতম মজুরি ২৪ হাজার টাকা নির্ধারণের আহ্বান জানিয়ে রাজেকুজ্জামান বলেন, অথচ এ বিষয়ে সরকারের কোনো উদ্যোগ নেই।
তিনি আরও বলেন, যথাযথ আইন ও মান নির্ধারণ করে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইকের লাইসেন্স দেওয়ার দাবির যৌক্তিকতা সব দিক দিয়ে প্রমাণিত হয়েছে। তা কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। পুনর্বাসন ছাড়া হকার ও রিকশা উচ্ছেদ বন্ধের দাবি জানান তিনি।
প্রবাসী শ্রমিকরা রিজার্ভ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জানিয়ে রাজেকুজ্জামান তাঁদের বিদেশযাত্রায় ব্যয় কমানোর আহ্বান জানান। তিনি আরও বলেন, বিনা সুদে বিদেশগামীদের ঋণ দিতে হবে এবং ফিরে আসা শ্রমিকদের সহযোগিতা করতে হবে।
সংগঠনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাসসহ অন্য শ্রমিক নেতারা।
মন্তব্য করুন