বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সারাদেশে আরও ১০ হাজার কারখানা পরিদর্শন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। কারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুঘর্টনা রোধ এবং কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গঠিত জাতীয় কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ কথা বলেন তিনি। বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডা এরই মধ্যে ৫ হাজার ২০৬টি কারখানা পরিদর্শন করেছে। কর্তৃপক্ষ আরও ১০ হাজার কারখানা পরিদর্শন করার পরিকল্পনা করেছে। সালমান এফ রহমান বলেন, সরকার বিভিন্ন কারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিদর্শন করা মোট কারখানার মধ্যে ১৭টিকে তিন মাসের মধ্যে সার্বিক পরিস্থিতি উন্নতি করার সুযোগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ২০৬টি কারখানাকে ৬ মাসের সুযোগ দেওয়া হয়েছে। এ কারখানাগুলো মানদণ্ডের ৫০ ভাগ পূরণ করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবেশের উন্নতি না হলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। পরিদর্শন করা কারখানাগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হবে।

সালমান রহমান বলেন, ২০২০ সালে জাতীয় বিল্ডিং কোড প্রণীত হয়েছে এবং এটির সফল বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি (বিবিআরএ) গঠন করা জরুরি। বিবিআরএর তত্ত্বাবধানে সব ডিজাইন অনুমোদন এবং ভবন নির্মাণকাজ তদারকি করা হলে বর্তমান পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।