বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের পরিবারকে বয়কটের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন।

আজ শুক্রবার বরিশালের লক্ষ্মীপাশা বাজার প্রাঙ্গণে কবাই ইউনিয়ন জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মোহাম্মদ মোহসীন বলেন, পটুয়াখালীর দুমকী উপজেলার এই পরিবারটি বাকেরগঞ্জবাসীর ওপর চেপে বসেছে। তারা আওয়ামী লীগের ওপর ভর করে বারবার নির্বাচনী বৈতরণী পার হচ্ছে। এতে শুধু রুহুল আমিনের পরিবারের উন্নতি হচ্ছে, কিন্তু উন্নয়ন বঞ্চনায় ভুগছে বাকেরগঞ্জবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে; অন্যদিকে বাকেরগঞ্জ রয়েছে উন্নয়নের তলানিতে। স্থানীয় সংসদ সদস্যের ব্যর্থতার জন্য আজ বাকেরগঞ্জের এই হাল।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি আব্দুল হাই মাহবুব, বাকেরগঞ্জ উপজেলা জাসদ সভাপতি এনায়েত হোসেন খান ছানা, জাতীয় যুবজোট নেতা আফজাল হোসেন বাচ্চু ও দুধল ইউনিয়ন জাসদ সভাপতি গোলাম মোস্তফা। সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম।

একাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৬ আসনে মহাজোটের সমর্থনে সংসদ সদস্য হয়েছেন রুহুল আমিন হাওলাদারের স্ত্রী জাপার ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান রত্না আমিন। এর আগে সেখানকার এমপি ছিলেন রুহুল আমিন হাওলাদার।