- মতামত
- শিক্ষিতের হার বাড়ছে না কেন?
শিক্ষিতের হার বাড়ছে না কেন?

এসএসসি ও এইচএসসির ফলে দেখা যায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে রেকর্ড সংখ্যক হারে। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করছে। এতে আমাদের খুশিই হওয়ার কথা। কিন্তু কেন যেন এ পাসের মধ্যে সেই আনন্দ অনুপস্থিত। গত ১১ ফেব্রুয়ারি সমকালে বাংলা সাহিত্যের শক্তিমান কবি, টেলিভিশন উপস্থাপক আসাদ চৌধুরীর জন্মদিনে একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। ‘দেশে পাসের হার বেড়েছে, তবে শিক্ষিতের হার কমেছে’ শিরোনামে এ সাক্ষাৎকারে কবি আসাদ চৌধুরী যে আক্ষেপ করেছেন, তাঁর সঙ্গে দ্বিমত পোষণের সুযোগ নেই।
একাডেমিক সার্টিফিকেটধারী বা শিক্ষিত হওয়া এক কথা নয়। পাসের হার বাড়িয়ে কোনো লাভ হবে না, যদি শিক্ষিত মানুষ সৃষ্টি করতে না পারি। স্বাধীনতার পাঁচ দশক পরও দেশে মূল্যবোধসম্পন্ন মানুষের বড়ই অভাব। আসাদ চৌধুরী বহু বছর আগে একটি কবিতায় লিখেছেন, ‘তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প’। দিন দিন আমরা আরও অমানুষ হয়ে যাচ্ছি। হলমার্ক, বিসমিল্লাহ, ইভ্যালির কেলেঙ্কারি দেখে হতাশ না হয়ে পারি না। এ দেশে করোনার কঠিন সময়ে ত্রাণের পণ্য আত্মসাৎ করতে দেখা গেছে। যারা গরিবের সম্পদ আত্মসাৎ করে, তারা পাস করা উচ্চ ডিগ্রিধারী হতে পারে; কখনোই শিক্ষিত নয়।
সমকাল থেকে আসাদ চৌধুরীকে প্রশ্ন করা হয়েছিল– রাজনীতিতে আসার ইচ্ছা তাঁর ছিল কিনা। জবাবে তথাকথিত রাজনীতির কঠোর সমালোচনা করেছেন তিনি। টাকা, মাস্তাননির্ভর রাজনীতির যে সমালোচনা তিনি করেছেন, তা বাস্তবতা। তবে তরুণ মেধাবীদের জন্য সুষ্ঠু রাজনীতির চর্চা তিনি প্রত্যাশা করেছেন। তাঁর সেই প্রত্যাশা আলোর মুখ দেখবে কিনা জানি না। জাতির দুর্দিনে সৎ রাজনীতিবিদ সৃষ্টি না হলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত আসাদ চৌধুরী চিকিৎসার জন্য কানাডায় চলে গিয়েছেন। সন্তানদের কাছে থেকে চিকিৎসা নিলেও সুস্থ হয়ে দেশে ফেরার প্রবল আকুতি তাঁর মধ্যে দেখা গেছে। নদী ও গ্রামীণ জীবনের প্রতি ভালোবাসা থেকে নিজ গ্রামে নতুন করে বাড়ি বানিয়েছেন। নদী নিয়ে একাধিক কবিতার বই লিখেছেন তিনি। তাঁর আত্মা নদীর মতো বিশাল বলেই ৮৪ বছর বয়সেও নতুন বাড়ি নির্মাণের চ্যালেঞ্জ নিয়েছেন। প্রত্যাশা করছি, সামান্যতেই রোগমুক্ত হয়ে তিনি আবার ফিরে আসুন এ বাংলার মাটিতে। পাশাপাশি প্রত্যাশা করছি, দেশে পাসের হার নয়; শিক্ষিতের হার বাড়ুক। মানুষের মধ্যে নৈতিকতাবোধ জাগ্রত হোক।
কল্যাণপুর, ঢাকা
বিষয় : শিক্ষিতের হার এম এ জলিল
মন্তব্য করুন