দ্বিতীয় বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে তুললেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। গতকাল  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। এ পুরস্কারে বেশ  উচ্ছ্বসিত এই নায়ক। 

সিয়াম বলেন, “মৃধা বনাম মৃধা’ সিনেমার জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’-এ সেরা অভিনেতার পুরস্কার পেলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। এটি আমার দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমি আমার পরিবার, আমার দর্শক, আমার সহকর্মী, আমার ইন্ডাস্ট্রির কাছে কৃতজ্ঞ।”

‘মৃধা বনাম মৃধা’ সিনেমা নিয়ে তিনি বলেন, “মৃধা বনাম মৃধা’ আমার জন্য, আমাদের জন্য খুবই স্পেশাল একটা সিনেমা। ১৮ দিন শুটিং করেছি আমরা একসঙ্গে, এর আগে-পরে আরও কত দারুণ সময় যে কাটিয়েছি একসঙ্গে! এই সিনেমার সঙ্গে সম্পৃক্ত প্রত্যেককে আমার অভিবাদন। বিশেষ করে, সিনেমাটির পরিচালক রনি ভৌমিক, চিত্রনাট্যকার রায়হান খান ও আমার সহশিল্পী নোভা ফিরোজের কাছে আমি কৃতজ্ঞ।” 

তিনি বলেন, ‘আশরাফুল মৃধা এবং আশফাকুল মৃধার জন্য খুব সুন্দর একটা জার্নি ছিল এই সিনেমাটি। তারিক স্যার যদি এই পুরস্কারটি পেতেন, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। আমার বিশ্বাস, ছেলের এই প্রাপ্তিতে বাবা ভীষণ খুশি হবেন। এই অ্যাওয়ার্ডটা তাঁরও! ভালো ভালো কাজ করে যেতে চাই, ভালো প্রজেক্টের সঙ্গে সম্পৃক্ত থাকতে চাই। দিনশেষে আপনাদের এই ভালোবাসাই আমাদের শক্তি। সবাই দোয়া করবেন আমার জন্য।’

রনি ভৌমিক পরিচালত ‘মৃধা বনাম মৃধা’ সিনেমায় আশরাফুল মৃধা চরিত্রে সিয়াম এবং আশফাকুল মৃধার চরিত্রে তারিক আনাম অভিনয় করেছেন। এর সংলাপ ও চিত্রনাট্য করেছেন রায়হান খান।