সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামান শামসকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা এবং পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।

অন্যদিকে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুবুল আলম লাবলুর বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার ঘটনায়ও উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। 

শনিবার সংগঠনের সভাপতি নাজনীন নাহার ও সাধারণ সম্পাদক সাবিবন হাসান সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি বলে মনে করে বিআইজেএফ।  

বিবৃতিতে প্রথম আলো সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধান প্রত্যাশা করে সংগঠনের নেতারা।

এতে বলা হয়, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তবে মূলধারার গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদনের বিষয় কেউ সংক্ষুব্ধ হলে মামলা করার আগে প্রেস কাউন্সিলের মতামত নেওয়া জরুরি।