চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে চিত্রনায়ক শাকিব খানের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ।

এক আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর হাকিম আরফাতুল রাকিব জামিন মঞ্জুর করেন।

শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান এ তথ্য জানান।

এদিন রহমত উল্লাহ আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে আদালতের কাছে জামিন চান। উভয়পক্ষের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত। তবে শাকিব খান অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হননি।

এর আগে গত ২৩ মার্চ শাকিব খান আদালতে মামলাটি করেন। আদালত মামলা গ্রহণ করে ২৬ এপ্রিল আসামিকে হাজির হতে সমন জারি করেন। এ ছাড়া ২৭ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন শাকিব খান। পরে গত ১৩ এপ্রিল মানহানির অভিযোগে শাকিব খানের বিরুদ্ধে মামলা করেন প্রযোজক রহমত উল্লাহ। এ মামলা তদন্ত করছে পিবিআই।