- মতামত
- নারী নির্যাতন নারীদের অধিকার আদায়ের অন্যতম বাঁধা: ফজিলাতুন নেসা ইন্দিরা
নারী নির্যাতন নারীদের অধিকার আদায়ের অন্যতম বাঁধা: ফজিলাতুন নেসা ইন্দিরা
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, নারী নির্যাতন নারীদের অধিকার আদায়ের অন্যতম বাঁধা। সেই বাঁধা দূর করতেই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে নারীদের অধিকার প্রতিষ্ঠায় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর অনেক পদক্ষেপ গ্রহণ করেছে।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ট্রামা সেন্টারে অবস্থিত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ও বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরির চলমান কার্যক্রম পরিদর্শনকালে আজ বুধবার দুপুরে তিনি এসব কথা বলেন।
ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ১৯৭২ সালে মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পুর্নবাসিত করতে নারী পুনঃবাসন কেন্দ্র স্থাপনসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীরঙ্গনাদের সম্মান দিয়েছেন। তার কন্যা তাদের মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্র করে আরও সম্মানিত করেছেন। ১৯৭৩ সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নারী স্বাস্থ্য, নারী শিক্ষা, নারী কৃষি, নারী আইনসহ সমবায় সংক্রান্ত সকল বিষয় অন্তর্ভুক্তি করা হয়েছিল।
এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ও ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আবেদা আকতার, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মনোয়ারা ইশরাত, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক সুফিয়া নাজিম ও ডিএনএ ল্যাবরেটরির সমন্বয় ও তদারকির দায়িত্ব কর্মকর্তাবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
পরে হাসপাতালের সম্মেলন কক্ষে অতিথিবৃন্দদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মন্তব্য করুন