- মতামত
- পানির তীব্র সংকট, নতুন পাম্প চান বাসিন্দারা
নারায়ণগঞ্জ সিটির ২২ নম্বর ওয়ার্ড
পানির তীব্র সংকট, নতুন পাম্প চান বাসিন্দারা

নারায়ণগঞ্জের বন্দর খেয়াঘাটে শুক্রবার এলাকাবাসীর মানববন্ধন- সমকাল
দীর্ঘদিন ধরে পানির সংকটে ভোগান্তি পোহাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের প্রায় ৪০ হাজার বাসিন্দা। সাম্প্রতিক তাপদাহে পানির স্তর নেমে যাওয়ায় যা চরমে পৌঁছায়। এলাকার লোকজন বলছেন, নারায়ণগঞ্জ ওয়াসা থেকে স্থাপিত পানির একমাত্র পাম্পটি পুরোনো হয়ে পড়েছে, যা দিয়ে পর্যাপ্ত পানি সরবরাহ সম্ভব হচ্ছে না। দ্রুত নতুন পাম্প স্থাপনের দাবি জানিয়েছেন তাঁরা।
গতকাল শুক্রবার সকালে এ সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। বন্দর খেয়াঘাট এলাকায় বন্দর প্রেস ক্লাবের সামনে এর আয়োজন করে সামাজিক সংগঠন ‘অবিচল রাজবাড়ী’।
সেখানে বক্তারা বলেন, পাম্পটি দিয়ে যত মানুষকে পানি সরবরাহ সম্ভব, এর অনেক বেশি মানুষকে সংযোগ দেওয়া হয়। ফলে শুরু থেকেই সংকট ছিল। সাম্প্রতিক গরমে এ অবস্থা তীব্র হয়ে উঠেছে। পানির অভাবে রান্নাবান্না, গোসল সারাও কঠিন হয়ে পড়েছে। দ্রুত এ সংকট সমাধানের দাবি জানান তাঁরা। তা না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
মন্তব্য করুন