- মতামত
- রুবেল-বরকতকে ফিরিয়ে দেওয়ার আহ্বান পরিবারের
রুবেল-বরকতকে ফিরিয়ে দেওয়ার আহ্বান পরিবারের

দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলায় কারারুদ্ধ ফরিদপুর প্রেসক্লাবের আলোচিত সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল ও তার ভাই সাজ্জাদ হোসেন বরকতকে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছে তার পরিবার। শনিবার ফরিদপুর প্রেসক্লাবে এসে রুবেলের মেয়ে যাওয়াতা আফনান রাদিয়া প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এ আবেদন জানান।
সংবাদ সম্মেলনে রাদিয়ার বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রেসক্লাব কর্তৃপক্ষ ওই সংবাদ সম্মেলন স্থগিত করে। রাদিয়া প্রেসক্লাবে এসে পুলিশের বাধার সম্মুখিন হন। এ সময় এক পুলিশ কর্মকর্তা প্রেসক্লাব মিলনায়তনে ঢুকে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সংবাদ সম্মেলন করতে ব্যর্থ হয়ে রাদিয়া তার লিখিত বক্তব্য সাংবাদিকদের কাছে পৌঁছে দেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বাবা রুবেল ও চাচা সাজ্জাদ হোসেন বরকতের ২০০০ কোটি টাকার সম্পদ থাকা তথ্য রূপকথার গল্প। সঠিক তদন্ত হলে নির্দোষ প্রমাণিত হবেন তারা।
লিখিত বক্তব্যে বলা হয়, প্রায় ৪৮০০ বিঘা জমি অতিরিক্ত দেখিয়ে তাদের নামে অভিযোগ পত্র জমা দেওয়া হয়েছে।
স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জেলার ৩০ জন নেতা-কর্মীর নাম বলানো হয়েছে ক্রসফায়ারের ভয় দেখিয়ে। যে জবানবন্দি নিয়ে এতো আলোচনা সেই জবানবন্দিতে অর্থ পাচার সংক্রান্ত কোন কিছুই নেই। লেখা আছে ঠিকাদারি কাজ নেওয়ার জন্য জেলার ৩০ জন আওয়ামী লীগ নেতাকে চাঁদা দিতে হতো।
তিনি দাবি করেন, তার বাবা নিজ অর্থায়নে উপজেলা প্রশাসন স্কুল, ১নং পুলিশ ফাঁড়ি নির্মাণ করে দিয়েছেন। এছাড়া জেলা প্রশাসন স্কুল ও ফরিদপুর প্রেস ক্লাবভবন পুনর্নিমাণে অধিকাংশ ব্যয় বহন করাসহ অনেক সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, অর্থ পাচারের মত অপরাধের সঙ্গে তারা জড়িত না। যতগুলো মামলা দেওয়া হয়েছে সব মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তারা চক্রান্তের শিকার।
মন্তব্য করুন