- মতামত
- মায়েদের ভালোবাসতে দিবস কিসের, প্রশ্ন ডলি জহুরের
মায়েদের ভালোবাসতে দিবস কিসের, প্রশ্ন ডলি জহুরের
ছোট কিংবা বড় পর্দায় অনবদ্য অভিনেত্রীর নাম ডলি জহুর।পর্দায় তাকে সবসময় প্রাণবন্ত হিসেবে পাওয়া যায়। চার যুগেরও বেশি সময় ধরে মুগ্ধ করে রেখেছেন দর্শকদের।
এ প্রজন্মের তারকারা তাকে মা বলেই ডাকেন। সালমান শাহ- মান্না থেকে শুরু করে আজকের শাকিব খান সব নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। অভিনয় করছেন এখনও।
বিশ্ব মা দিবস উপরক্ষে সমকালের মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী। দিবসটি নিয়ে তিনি বললেন ,মাকে ভালাবাসতে দিবসের প্রয়োজন নেই।’ এ ছাড়াও মায়ের প্রতি সন্তানের নানা দায়িত্ব ও কর্তব্যের কথাও জানালেন তিনি।
মন্তব্য করুন