ইটের অপ্রত্যাশিত চাহিদা মেটাতে সরকারের নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যত্রতত্র গড়ে উঠেছে ইটভাটা, যার অধিকাংশই অবৈধ। আইন অনুযায়ী আবাসিক, সংরক্ষিত ও বাণিজ্যিক এলাকা, সিটি করপোরেশন, পৌরসভা বা উপজেলা সদর ও তিন ফসলি কৃষিজমিতে ইটভাটা স্থাপন করা যাবে না। এ আইন লঙ্ঘন করেই চলছে অবৈধ ইটভাটার কার্যক্রম, যা বন্ধ করা জরুরি। বর্তমানে গ্রামীণ জনপদেও ইটভাটা স্থাপিত হচ্ছে। যদিও আইনে লিপিবদ্ধ আছে, তিন ফসলি কোনো জমিতে ইটভাটা স্থাপন করা যাবে না। সারাদেশে তিন ফসলি জমিতেই অসংখ্য ইটভাটা তৈরি করা হয়েছে। এর মূল কারণ ইটভাটার জমি, ইট তৈরির প্রধান উপাদান মাটি সস্তায় ও সহজে পাওয়া যায়। পরিবেশ অধিদপ্তরের কিছু অসৎ কর্মচারীর কারণে ইটভাটার মালিকরা তিন ফসলি জমিতেও ইটভাটা তৈরি করতে পারে।

গ্রামের নির্মল পরিবেশে ইটভাটার বিষাক্ত ধোঁয়া বিষ ছড়াচ্ছে প্রতিনিয়ত। এ ধোঁয়া প্রকৃতিকে ভারসাম্যহীন করে দিচ্ছে। কৃষিজমিকে চরম মূল্য দিতে হচ্ছে। ইটভাটার মাটির জন্য ফসলি জমির ওপরের অংশ কেটে নেওয়া হচ্ছে। আশপাশের গাছপালা ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে পাখির সংখ্যা কমে যাচ্ছে। ফসলি জমিতে ফসল হচ্ছে না। কৃষক মাঠে ঘাম ঝরাচ্ছে, অথচ জমিতে কাঙ্ক্ষিত ফসল পাচ্ছে না। ইটভাটার জন্য মাটি কেটে ফসলি জমিতে অপরিকল্পিতভাবে গর্ত তৈরি করা হচ্ছে। না হচ্ছে ফসল, না হচ্ছে শাকসবজি। ফলে দিন দিন ফসলি জমি কৃষকের চক্ষুশূল হচ্ছে। নামমাত্র দামে জমি বিক্রি করে দিচ্ছেন ইটভাটার মালিকের কাছে। এভাবেই তিন ফসলি জমি ইটভাটার মালিক দখল করে নিচ্ছে!

ইটভাটাগুলোতে নিম্নমানের জ্বালানি ব্যবহারের ফলে ইটভাটা থেকে কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়। ইটভাটার বর্জ্য নদীতে পড়ে পানি দূষিত হচ্ছে অথবা ফসলি জমিতে বর্জ্য রাখা হচ্ছে। সেই জমি ৫০ বছর পরও ফসল উৎপাদনে সক্ষম হবে না। ইটভাটার কালো ধোঁয়া মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। বিভিন্ন জটিল ও ঘাতক ব্যাধির সৃষ্টি করে। ইটভাটার জন্য কৃষিজমি থেকে মাটি না নিয়ে নদী অথবা চর থেকে সংগ্রহ করতে হবে। চিমনি পদ্ধতি পরিহার করে পরিবেশবান্ধব টানেল পদ্ধতিতে ইট উৎপাদনে আগ্রহ বাড়াতে হবে। ব্লক ইটকে জনপ্রিয় করে তোলার জন্য সরকারকে বহুমুখী পদক্ষেপ নিতে হবে। অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দিতে হবে। বৈধগুলোকে পরিবেশবান্ধব উপায়ে ইট তৈরিতে বাধ্য করতে হবে। নতুন ইটভাটার অনুমোদন বন্ধ করতে হবে। স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে ইটভাটার জন্য রাষ্ট্র প্রণীত আইনের সঠিক ও যথার্থ প্রয়োগ করতে হবে।

নান্দাইল, ময়মনসিংহ