ফ্রেঞ্চ ওপেনের প্রথম দিনেই ইউক্রেন যুদ্ধের উত্তাপ পাওয়া গেছে। এ যুদ্ধে রাশিয়ার সামরিক মিত্র বেলারুশ। গতকাল সেই বেলারুশের আর্না সাবালেঙ্কার মুখোমুখি হয়েছিলেন ইউক্রেনের মার্তা কোস্টয়ুক। মার্তা প্রাণপণ লড়েও র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর ও অসি ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কার কাছে ৬-৩, ৬-২ গেমে হেরে যান।

প্রতিপক্ষের সঙ্গে রোলা গাঁরোর দর্শকদের বিপক্ষেও লড়তে হয়েছে বেলারুশ সুন্দরীকে। তাঁর প্রতিটি সার্ভের সময় দর্শকরা দুয়োধ্বনি দিয়েছেন।

গত বছর ইউএস ওপেনের সময় সাবালেঙ্কা ও আরেক বেলারুশ তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন মার্তা। গতকালও সাবালেঙ্কার সঙ্গে হাত মেলাননি তিনি। রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের কোনো টুর্নামেন্টে অংশ নিতে দেওয়ারই ঘোর বিরোধী মার্তা