- মতামত
- চতুর্মুখী সংকটে দেশের বস্ত্র খাত: বিটিএমএ
চতুর্মুখী সংকটে দেশের বস্ত্র খাত: বিটিএমএ

সংবাদ সম্মেলনে বিটিএমএ নেতারা
চতুর্মুখী সংকটে পড়েছে দেশের বস্ত্র খাত। গত বছর জুন পর্যন্ত প্রতি কিউবিক গ্যাসের দাম ছিল ৫ টাকা। গত জানুয়ারিতে এই দাম বেড়ে হয় ১৪ টাকা। দর বাড়ানোর সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দেয় সরকার। গত পাঁচ মাসে দাম বেড়ে প্রায় তিনগুণ হলেও গ্যাস আসেনি কারখানায়। বিদ্যুতেও একই পরিস্থিতি। এর ওপর বন্ড লাইসেন্সের মাধ্যমে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সুতা, কাপড় ও পোশাক অবাধে ঢুকছে বাজারে। এ পরিস্থিতিতে একের পর এক বন্ধ হচ্ছে স্থানীয় সুতা ও বস্ত্রকল।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন পরিস্থিতির কথা তুলে ধরেন বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী খোকন। রাজধানীর পান্থপথে বিটিএমএ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের সহ সভাপতি ফজলুল হক, পরিচালক সৈয়দ নূরুল ইসলাম, আজহার খান, আবদুল্লাহ জুবায়ের, রাজিব হায়দার, মনির হোসেন, সাবেক পরিচালক খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে প্রতিকূল পরিস্থিতিতে স্থানীয় শিল্পের সুরক্ষায় তুলায় তৈরি সুতা আমদানি সাময়িকভাবে নিরুতসাহিত করার দাবি জানায় বিটিএমএ। বিটিএমএ নেতারা বলেন, পোশাক শিল্পে ব্যবহৃত এ ধরনের সুতা দেশীয় বস্ত্রকল থেকে সংগ্রহ করার বিধান চালু করতে সরকারি নির্দেশনা চান তারা। এ ব্যাপারে তৈরি পোশাক খাতের উদ্যেক্তাদেরও সহযোগিতা দরকার।
বিটিএমএ সভাপতি বলেন, এ ধরনের পদক্ষেপ নিলে বৈদেশিক মুদ্রার এই সংকটকালে ডলার সাশ্রয় হবে। তৈরি পোশাকে স্থানীয় মূল্য সংযোজন বাড়বে। স্থানীয়ভাবে সুতা বস্ত্র সংগ্রহ করা যাবে খুব সহজে এবং দ্রুততম সময়ে। এতে লিড টাইমের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ, ক্রেতাদের রপ্তানি আদেশ পাওয়ার পর তাদের হাতে পণ্য পৌঁছানোর সময় তুলনামূলক কম লাগবে। মূল্য পরিশোধেও বাকি রাখার সুযোগ রয়েছে।
গ্যাস বিদ্যুৎ সংকট প্রসঙ্গে সংবাদ সম্মেলনে খোরশেদ আলম বলেন, গত ৫২ বছর ধরে স্পিনিং শিল্পের সঙ্গে আছেন তিনি। এর আগে কখনও এতো বড় সংকট দেখেননি। গ্যাসের অভাবে সাভারে তার লিটিল গ্রুপের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। অন্য ইউনিটে উৎপাদন হচ্ছে সক্ষমতার মাত্র ৩৫ শতাংশ। সেটিও বন্ধ হওয়ার পথে। শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে সংকটে আছেন তারা। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংকটের কথা তুলে ধরেন আরও কয়েকজন কারখানা মালিক।
শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা পণ্য অবাধে বাজারে বিক্রি প্রসঙ্গে মোহাম্মদ আলী খোকন বলেন, সুতা বস্ত্রের পাশাপাশি ভারত, পাকিস্তান ও চীন থেকে অবৈধ পোশাক প্রবেশ করছে দেশে। অনলাইন মাধ্যমে পাকিস্তানের পোশাক এবং সরঞ্জাম আসছে অবাধে। এ কারণে গত ঈদে স্থানীয় বাজারের জন্য পোশাক প্রস্তুতকারকরা কঠিন প্রতিযোগিতায় মুখে পড়েন। বন্ডেড সুবিধায় আমদানি করা সুতা, কাপড় ও পোশাকের অবৈধ বিক্রি বন্ধে বাবুরহাট, নরসিংদী, ইসলামপুরসহ বিভিন্ন পাইকারি বাজারে অভিযান পরিচালনার দাবি জানান তিনি।
বিটিএমএর অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) সুবিধা অব্যাহত রাখা, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং ব্যাংক ঋণের কিস্তি ও সুদ আগামী বছরের জুন পর্যন্ত ব্লক হিসাবে রাখার পাশাপাশি পরবর্তী সময়ে সহজ কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া ইত্যাদি।
মন্তব্য করুন