ওয়ানডে অভিষেকেই ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন তাওহিদ হৃদয়। ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলা ৬টি ওয়ানডেতে দুই ফিফটিসহ হৃদয়ের মোট রান ২৪৯। সর্বশেষ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেই সবার নজরে আসেন তরুণ এ ক্রিকেটার। ৫ ফিফটিসহ ১৪০ স্ট্রাইক রেটে ৪০৩ রান করেন হৃদয়। তাকে নিয়ে ব্যাপক আশাবাদী নতুন সহকারী কোচ নিক পোথাস। 

অনুমিতভাবেই হৃদয়কে ঘিরেই সাজানো হচ্ছে বিশ্বকাপ পরিকল্পনা। ২২ বছর বয়সী এই ক্রিকেটারের প্রতি মুগ্ধতা প্রকাশ করে পোথাস বলেন, সময়ের সাথে সাথে হৃদয় নিজেকে আরও মেলে ধরবেন, পৌঁছাবেন অনন্য উচ্চতায়। 

আয়ারল্যান্ড সিরিজে সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। প্রধান কোচের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করা ছাড়াও ব্যাটিংয়ের দিকটা দেখবেন তিনি। বাংলাদেশে আসার পর প্রথমবারের মতো বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন পোথাস। সেখানে তাওহিদ হৃদয়কে নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'প্রথম সে (তাওহিদ হৃদয়) একজন তরুণ এবং সর্বাগ্রে একটি দুর্দান্ত ছেলে। অবিশ্বাস্য কাজের নীতি এবং সফল হতে চায়। তার দক্ষতার দিক থেকে সে আরও উঁচুতে রয়েছে। একজন কোচ হিসেবে আমি সেই চেষ্টাই করব সে যেন তার সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে পারে। এখন পর্যন্ত যতটা দেখেছি, ভেরি এক্সাইটিং।'

হৃদয়ের শট সিলেকশন নিয়ে টাইগারদের সহকারী কোচের মত, 'উইকেটের চার দিকেই অসাধারণ হৃদয়। আন্তর্জাতিক ক্রিকেটে সে নতুন। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের মধ্যে পার্থক্যটা হলো, বোলাররা (দুর্বলতা) বের করে ফেলতে পারে৷ কারণ তারা একই জায়গায় টানা বোলিং করতে পারে। এসব সমস্যা সমাধান করার স্কিল ও সামর্থ্য আছে হৃদয়ের।।

হৃদয় একদিন বিশ্ব মাতাবে জানিয়ে পোথাস বলেন, খুব বেশি ক্রিকেটার নেই, যারা আন্তর্জাতিক ক্রিকেটে এসেই তার মতো খেলতে পেরেছে। এটি সহজাত ব্যাপার। আমরা আশা করি, এই ছেলেরা এসেই বিশ্ব মাতাবে। এটি সম্ভব নয়। হৃদয়ের যেটা আছে, তা হলো অনেক সম্ভাবনা ও শেখার তাড়না। ওয়ার্ক এথিক অনেক উঁচুতে। আমি রোমাঞ্চিত যে, সে কতটা কী করতে পারে।

/টিআই/