দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছরে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ২ হাজার ৪০৬ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এর মধ্যে ২ হাজার ১২৪ কোটি ৪ লাখ টাকা ব্যয় হবে পরিচালন খাতে। এ খাত থেকে জাতীয় সংসদ, উপজেলা পরিষদসহ বিভিন্ন ধরনের নির্বাচন পরিচালনা ও অন্যান্য কার্যক্রম নেয়া হবে। এ ছাড়া প্রকল্প বাস্তাবয়নের জন্য উন্নয়ন খাতে ব্যয় হবে ২৮২ কোটি ৪৫ লাখ টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের জন্য এ বরাদ্দ প্রস্তাব করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বাজেট পেশ করেন।

চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে আগামী অর্থবছরে ইসির জন্য ৯৮৩ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ইসির বরাদ্দ ১ হাজার ৪২৩ কোটি ১৩ লাখ ৫২ হাজার টাকা।

বাজেট প্রস্তাবনায় আগামী অর্থবছরে ইসির জন্য বেশ কিছু কার্যক্রম ও কর্মসূচি বাস্তবায়নের কথা বলা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে- দ্বাদশ জাতীয় সংসদ, ৪৫৪টি উপজেলা পরিষদ, ৬টি সিটি করপোরেশন, ৯টি পৌরসভাসহ বিভিন্ন ধরনের নির্বাচন রয়েছে।

এ ছাড়া শূন্য থেকে ১৮ বছরের কম বয়সী বাংলাদেশি নাগরিকদের নিবন্ধন ও তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। প্রবাসীদের ভোটার নিবন্ধন করা এবং তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার কর্মসূচিও রয়েছে প্রস্তাবিত বাজেটে।

অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে- কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে জাতীয় ভোটার দিবস উদযাপন, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রম গ্রহণ, পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র মুদ্রণ ও বিতরণ করা এবং গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটিতে জাতীয় পরিচয়পত্রের ডিআরএস (ডিজাস্টার রিকভারি সিস্টেম) স্থাপন করা।

এর আগে আজ বিকেল ৩টায় একাদশ জাতীয় সংসদের ২৩তম (বাজেট) অধিবেশন শুরু হয়। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। ২০২৩-২৪ অর্থবছরের জন্য তিনি ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করেন।

/এমএইচটি/