- মতামত
- পদে থেকেই দায়িত্ব বুঝে নিলেন আজমত উল্লা
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ
পদে থেকেই দায়িত্ব বুঝে নিলেন আজমত উল্লা

আজমত উল্লা খান। ফাইল ছবি
দলীয় পদে থেকেই গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন আজমত উল্লা খান। মঙ্গলবার বিকেলে তিনি দায়িত্ব বুঝে নেন। এ সময় পরিকল্পিত নগরায়ণ ও আধুনিক সিটি গড়ে তোলার অঙ্গীকার করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান।
এর আগে, সোমবার তিনি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।
গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে পরাজয়ের ১০ দিনের মাথায় গত রোববার বিকেলে আজমত উল্লা খানকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ধারা ৭(১) ও ৭(২) অনুযায়ী আজমত উল্লা খানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হল। তবে দায়িত্ব গ্রহণের আগে তিনি দলীয় পদ থেকে অব্যাহতি নেননি। আজমত উল্লা খান মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। দলীয় পদে থেকেই গাউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আজমত উল্লা খান। তিনি বলেন, এ বিষয়ে আইনি কোনো জটিলতা নেই।
গাজীপুর সিটি করপোরেশনের পরিকল্পিত ও সমন্বিত উন্নয়নের লক্ষ্যে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) যাত্রা শুরু হয়। শিল্পাঞ্চল অধ্যুষিত নগরবাসীর সুবিধার কথা চিন্তা করে সরকার গাউক গঠন করা হয়। একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে ২০২০ সালে ৮ সেপ্টেম্বর এ সংক্রান্ত আইন পাস হয়। ২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু গাউকের।
মন্তব্য করুন