নাটকের আরেক ফারিন...

ফারিন খান। ছবি: সংগৃহীত
বুলবুল ফাহিম
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪ | ১৩:৪০ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ | ১৩:৫৬
জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে ২০১৭ সালে বড় পর্দায় অভিষেক হয়েছিল ফারিন খানের। জাজের ‘ধ্যাততেরিকি’ ছবির নায়িকা ছিলেন তিনি, তখন দশম শ্রেণিতে পড়তেন ফারিন! স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে এখন তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। ছোটবেলায় শিক্ষকরা যখন তাঁকে জিজ্ঞেস করতেন বড় হয়ে কী হতে চাও? এককথায় উত্তর– অভিনয়শিল্পী। ইচ্ছে আর পরিশ্রম যে মানুষের স্বপ্ন পূরণের পথ প্রশস্ত করে তার সাক্ষী ফারিন। এখন তিনি পুরোদস্তুর অভিনেত্রী।
ফারিনের কথায়, তখন আমি অনেক ছোট ছিলাম। সবে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। পরে কলেজে ভর্তির ব্যাপার ছিল। ফলে অভিনয় থেকে দূরে ছিলাম। মাঝখানে করোনার কারণে কাজ করা হয়নি। এরপর চারটি সিনেমার কাজ শেষ করেছি। কবে মুক্তি পাচ্ছে, সেটা এখনও বলতে পারছি না। এর মধ্যে ২০২২ সালের শেষের দিকে মঞ্চনাটকের দল প্রাচ্যনাটে যোগ দেই। তখন ভাবলাম, শুধু সিনেমার জন্য অপেক্ষা না করে ছোট পর্দায়ও কাজ করতে পারি। সেই ভাবনা থেকে (কাজল আরেফিন) অমি ভাইয়ের ‘ফিমেল’ দিয়ে শুরু করি। এখন নিয়মিত নাটকের কাজ করছি।’
তার মানে এখন সিনেমার কাজে...। প্রশ্নটি শেষ করতে না দিয়েই ফারিন বললেন, ‘সত্যি কথা বললে, অনেকটা না বুঝে সিনেমায় কাজ শুরু করেছিলাম। কাজ করতে গিয়ে বুঝলাম, আমাকে আরও অনেক কিছু শিখতে হবে। যখন সিনেমা করব, তখন সিনেমার উপযুক্ত হয়েই কাজ করব। এখন নাটক ও ওটিটির কাজ নিয়ে ব্যস্ত। চলতি মাসের শুরু থেকেই কাজ করছি। কিছু নাটক রিলিজ হয়েছে। মুশফিক আর ফারহানের সঙ্গে তিনটি নাটক রেডি আছে। এ ছাড়া ডিসেম্বরে আরও ৪টি কাজের শিডিউল করা আছে। এ ছাড়া ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কিছু কাজ নিয়ে কথা চলছে। দুই মাধ্যমেই কাজ করে যাচ্ছি। তবে আমরা যারা নতুন আছি, আমাদের জন্য ওটিটি আশীর্বাদ। কারণ, আমাদের পূর্বের দুই জেনারেশন এ দুই মাধ্যমে একসঙ্গে কাজ করেতে পারেননি। সে হিসেবে আমরা ভাগ্যবান।’
নাটকের পাশাপাশি ‘ত্রিভুজ’, ‘প্রচলিত’ সিরিজের ‘বিলাই’ গল্পে কাজ করেছেন। ওটিটিতেও ফারিনের কাজের অভিজ্ঞতা দারুণ। কথায় কথায় তিনি জানালেন, ওটিটিতে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। ওটিটিতে সিনেমার স্বাদ পাওয়া যায়। ওটিটিতে বড় আয়োজনে কাজ হয়, সিনেমার মতোই। রিহার্সাল হয়, নাটকে সেটা পাই না। ভালো পরিচালকের কাজ পেলে অবশ্যই করি। ওটিটি নিয়ে আলাদা পরিকল্পনাও আছে।
নাটকের জনপ্রিয় তারকা এ প্ল্যাটফর্ম ছেড়ে ওটিটিতে চলে যাচ্ছে। তাদের জায়গায় আসছেন নতুনরা। তবে প্রায়শই প্রশ্ন উঠছে নাটকের মান নিয়েও। ফারিনের মতে, শুধু যে নাটকের অবস্থাই খারাপ এমনটা না। সিনেমার অবস্থাও একই। ভালো-মন্দের বিষয়টা সময় সময়ই ছিল। আমরা হয়তো খারাপ সময়টা একটু বেশি পার করছি। কারণ, নাটক ইন্ডাস্ট্রির বড় বড় অভিনয়শিল্পী যারা ছিলেন, তারা এখন এখানে কাজ করছেন না। তারা পুরোটাই ওটিটিমুখী হয়েছেন। কেউ কেউ আবার পুরোপুরি সিনেমায় মন দিয়েছেন। এ গ্যাপটা পূরণ করাও তো সময়ের ব্যাপার। আমরা তাদের জায়গাটাই ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি। পরিস্থিতি, সময় এক থাকে না। ভালো-মন্দ নিয়েই আমাদের পথ চলতে হয়।
বর্তমানে ভালো কাজের চেয়ে ভিউর অসুস্থ প্রতিযোগিতা চলছে। কনটেন্টের উল্টোপাল্টা নাম আর সস্তা গল্পের দিকে মন না দিয়ে মানসম্পন্ন কাজটাই করে যেতে যান তিনি।
ফারিনের কথায়, ‘ভিউ বিষয়টি আমি পজিটিভভাবেই দেখি। কারণ, ভিউ আমাদের কাজের ক্ষেত্রে উৎসাহিত করে। তবে একজন অভিনয়শিল্পী হিসেবে বলতে পারি, কাজটাকেই আগে মূল্যায়ন করা দরকার। কাজ কতটা মানসম্পন্ন হচ্ছে, মানসিকভাবে শান্তি দিচ্ছে কিনা, তার দিকে খেয়াল রাখতে হবে।’