- পাকিস্তান
- আইনের শাসনের জন্য লড়াই চালিয়ে যান, সমর্থকদের উদ্দেশে ইমরান খান
আইনের শাসনের জন্য লড়াই চালিয়ে যান, সমর্থকদের উদ্দেশে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তোশাখানা দুর্নীতি মামলা এবং এক নারী বিচারক ও দুই পুলিশ কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী ও পিটিআই কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে, রাতে টুইটারে ভিডিওবার্তায় ইমরান তার সমর্থকদের উদ্দেশে বলেন, জাতির উদ্দেশে আমার বার্তা হচ্ছে, প্রকৃত স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যান। পুলিশ ভাবছে আমাকে জেলে পাঠালে সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু তা হবে না।
সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আমরা মৃত্যু হলেও এ লড়াই আপনারা থামাবেন না। একনায়কতন্ত্রকে উৎখাত না করা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।
ইমরানের টুইটার বার্তার পরে লাহোরের পাশাপাশি পাকিস্তানের অন্যান্য শহরেও বিক্ষোভ শুরু করেছেন পিটিআই সমর্থকেরা।
ইমরান খানের ডাকে সাড়া দিয়ে পাকিস্তানের করাচি, ফয়সালাবাদ, সারগোদা, বিহারী, পেশওয়ার ও কোয়েটার হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ করছে। দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, কিছু কিছু জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষও হয় নেতাকর্মীদের।
মন্তব্য করুন