ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশে ঈদ উদ্যাপন
বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে মোনাজাত করছেন বাবা-ছেলে। ছবি: ফোকাস বাংলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৪ | ১৩:৪২ | আপডেট: ১৮ জুন ২০২৪ | ১৩:৫১
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। সোমবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে উদ্যাপিত হয়। তবে সুনামগঞ্জ এবং সিলেটের কিছু অঞ্চলে ফিকে হয়ে গেছে ঈদের আনন্দ। একই প্রভাব দেখা গেছে উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে। ঈদের মোনাজাতেও তারা আকুতি জানিয়েছেন নিজ দেশ মিয়ানমারে ফেরত যাওয়ার।
আরবি মাসের ১০ জিলহজ তারিখে এই ঈদ উদ্যাপিত হয়। এরই মধ্যে শনিবার পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য এবং এর বাইরে অনেক দেশেই রোববার ঈদ উদ্যাপিত হয়েছে।
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। মুসলমানদের জীবনে বছরে দুটি খুশির দিনের একটি এই ঈদুল আজহা। নিচে এবারের ঈদ আনন্দের কিছু চিত্র তুলে ধরা হলো-
বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে মোনাজাত করছেন বাবা-ছেলে। ছবি: ফোকাস বাংলা
ঈদগাহ মাঠের পাশে নানা ধরনের খেলনার পসরা সাজিয়েছেন বিক্রেতারা। ছবি: ফোকাস বাংলা
ঈদের নামাজ শেষে ছেলেকে খেলনা কিনে দিচ্ছেন এক বাবা। ছবি: ফোকাস বাংলা
ঈদের আনন্দ ভাগ করতে কোলাকুলি করছেন কর্তব্যরত দুই পুলিশ সদস্য। ছবি: ফোকাস বাংলা
উখিয়া ক্যাম্পে ঈদ আনন্দে মেতেছে শিশুরা। ছবি: সমকাল
ঈদের দিন সকালে সিলেট নগরীর পুলিশ লাইন-সুবিদ বাজার সড়ক। ছবি: সমকাল
- বিষয় :
- ঈদুল আজহা