রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সতর্ক অবস্থানে বিজিবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিজিবির সদস্যরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪ | ১৫:৫০
চলমান কোটা সংস্কার আন্দোলনে অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। কখন বিজিবি প্রত্যাহার করা হবে, সেটি আপাতত বলা যাচ্ছে না। সেটি পরিস্থিতির ওপর নির্ভর করছে।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
- বিষয় :
- রাজশাহী
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
- বিজিবি