ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনসান নীরবতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনসান নীরবতা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি ফাঁকা। ছবি: সাহাদত হোসেন পরশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪ | ১৪:১৮ | আপডেট: ১৮ জুলাই ২০২৪ | ১৪:৩৯

  • ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি ফাঁকা। সেখানে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে।

  • বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত ঢাবি ক্যাম্পাসের টিএসসি ও শাহবাগ এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের দেখা যায়নি। এমনকি ছাত্রলীগের কোন নেতাকর্মীর অবস্থানও দেখা যায়নি।

  • ক্যাম্পাসের প্রতিটি প্রবেশপথে ব্যারিকেড দিয়ে পুলিশ অবস্থান করছে। কেউ প্রবেশ করতে চাইলে তল্লাশি চালানো হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 

  • শাহবাগ মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে সবাইকে চেক করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। 

  • রাজু ভাস্কর্যের সামনে আনসার বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। সেখানেও বিপুল সংখ্যক আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। 

  • চানখারপুল এলাকায় এক পুলিশ সদস্য জানিয়েছেন, সেখানে আজ বৃহস্পতিবার কোন সহিংসতা ও সংঘাত ঘটেনি।

  • চলমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশের সংঘর্ষে রাজধানীসহ সারা দেশে ৬ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। যদিও কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, তারা হল ছাড়লেও ঢাকা ছাড়বেন না। তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

আরও পড়ুন

×