ছবিতে রাজধানীর কারফিউ
রাজধানীর সড়কে সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান। ছবি: মাহবুব হোসেন খান নবীন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৪ | ১৬:৫৫
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ চলছে। তবে কারফিউ অনেকটা শিথিল হয়েছে। আজ বুধবার মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। ঢাকা ও গাজীপুর জেলা ও মহানগর এলাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীর জন্য কারফিউ শিথিলের এ সময় বলবৎ থাকছে।
রাজধানীতে কারফিউ চলাকালীন পরিস্থিতি ছবিতে তুলে ধরা হলো:
- রাজধানীর সড়কে সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান। ছবি: মাহবুব হোসেন খান নবীন
কারফিউ জারির পর জিপ নিয়ে রাজধানীসহ সারা দেশে এমন টহল দিতে দেখা গেছে সেনাবাহিনীকে, ছবি: মাহবুব হোসেন খান নবীন
শুক্রবার রাতে কারফিউ জারি করার পর এভাবেই সড়কে নেমে পড়ে সেনাবাহিনী। ছবি: মাহবুব হোসেন খান নবীন
রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে জ্বালিয়ে দেয়া সিএনজিচালিত অটোরিকশার কঙ্কাল। পাশ দিয়ে হেঁটে যাচ্ছে টহলত সেনাবাহিনী। ছবি: মাহবুব হোসেন খান নবীন
ওপাশে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে অবস্থান শিক্ষার্থীদের এপারে সশস্ত্র অবস্থান সেনাবাহিনীর। ছবি: মাহবুব হোসেন খান নবীন
ইটপাটকেল ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা আন্দোলনকারীদের। ছবি: মাহবুব হোসেন খান নবীন
কারফিউ চলাকালে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে এভাবেই মাইকিং করতে দেখা যায় সেনাবাহিনীকে। ছবি: মাহবুব হোসেন খান নবীন
বাইসাইকেল নিয়ে রাস্তায় নামা দুই কিশোরকে জিজ্ঞাসাবাদ করছে এক সেনা সদস্য। ছবি: মাহবুব হোসেন খান নবীন
সাঁজোয়া যানসহ রাজপথে পুলিশ। ছবি: মাহবুব হোসেন খান নবীন
সিএনজিচালিত অটোরিকশাকে জিজ্ঞাসাবাদ করছে সেনা সদস্যরা। ছবি: মাহবুব হোসেন খান নবীন
সুপ্রিম কোর্টের সামনে অস্ত্রহাতে বিজিবি সদস্যরা। ছবি: মাহবুব হোসেন খান নবীন