রাজধানীতে ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন
আগুনে পুড়ছে পুলিশ বক্স। ছবি: মাহবুব হোসেন খান নবীন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৪ | ১৭:৫৫ | আপডেট: ২৪ জুলাই ২০২৪ | ১৯:২৮
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত ১ জুলাই থেকে দ্বিতীয় দফায় আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। অহিংস এই আন্দোলন ১৫ জুলাই থেকে সহিংস রূপ নেয়। রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শুক্রবার রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। মোতায়েন করা হয় সশস্ত্র বাহিনী। সংঘাতকালীন সময়ের কিছু স্থিরচিত্র থাকছে এই ফিচারে-
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে দাউ দাউ করে জ্বলছে আগুন। ছবি: মাহবুব হোসেন খান নবীন
দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ছে যানবাহন। আগুনের লেলিহান শিখায় আলোকিত হয়ে ওঠে রাতের সড়ক। ছবি: মাহবুব হোসেন খান নবীন
সড়কের পাশে থাকা খড়কুটো ও আবর্জনার ট্রলিতে আগুন জ্বলছে। ছবি: মাহবুব হোসেন খান নবীন
আগুনে পুড়ে যাওয়া প্রাইভেটকারের ধ্বংসাবশেষ দেখছেন উৎসুক পথচারি। ছবি: মাহবুব হোসেন খান নবীন
রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে জ্বালিয়ে দেয়া প্রাইভেটকারের কঙ্কাল। পাশে অস্ত্র হাতে এক সেনা সদস্য। ছবি: মাহবুব হোসেন খান নবীন
রাস্তার মাঝে উল্টে পড়ে আছে পুড়ে যাওয়া মিনি ট্রাক। ছবি: মাহবুব হোসেন খান নবীন
আগুনে পুড়ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি পিকআপ। ছবি: মাহবুব হোসেন খান নবীন
রাজধানীর মেট্রোষ্টেশনে ভাংচুর চালানো হয়। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে কার্ড ও কম্পিউটার। ছবি: মাহবুব হোসেন খান নবীন
মেট্রোরেলের টিকেট বিক্রয় মেশিনেও চালানো হয় ভাঙচুর। ছবি: মাহবুব হোসেন খান নবীন
সড়কের পাশে পার্কিং করা বেশ কয়েটি ট্রাক পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা। ছবি: মাহবুব হোসেন খান নবীন
রাজধানীর বেশ কয়েকটি পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ছবি: মাহবুব হোসেন খান নবীন
- বিষয় :
- কোটা সংস্কার আন্দোলন
- ধ্বংসাবশেষ