ছবিতে প্যারিস অলিম্পিকের বর্ণিল উদ্বোধন
![ছবিতে প্যারিস অলিম্পিকের বর্ণিল উদ্বোধন ছবিতে প্যারিস অলিম্পিকের বর্ণিল উদ্বোধন](https://samakal.com/media/imgAll/2024July/parriss-olympic-1722065850.jpg)
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪ | ১৩:৩৭ | আপডেট: ২৭ জুলাই ২০২৪ | ১৪:৪৮
কে কবে দেখেছে, নদীর বুকে অলিম্পিকের উদ্বোধন! প্রেমের শহর বলেই হয়তো ফ্রান্সের রাজধানী প্যারিসে এই অভিনব ও উদ্ভাবনী আয়োজন। হাজার হাজার ক্রীড়াবিদের সিন নদীতে মার্চ পাস্টের পাশাপাশি ব্রিজ, নদী তীর ও ছাদগুলো থেকে লাইভ পারফরম্যান্সে হয় দর্শনীয় ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
প্রায় চার ঘণ্টার অনুষ্ঠানে মশাল প্রজ্বলন করেন ফরাসি জুডো গ্রেট টেডি রাইনার এবং স্প্রিন্টার ম্যারি-হোসে পেরেক এবং তারপর প্যারিসের আকাশে সেটি ওড়ানো হয় গরম বাতাসের বেলুনে।
উদ্বোধন প্যারেডে বিশ্বের সাত হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। ৯৪টি নৌকা বহন করে খেলোয়াড়দের। যদিও প্যারিস অলিম্পিক গেমসে অংশগ্রহণ করছে প্রায় সাড়ে ১০ হাজার অ্যাথলেট। মার্চপাস্টের আগে অস্টারলিৎয সেতু থেকে লাল, সাদা ও নীল – এই তিন রংয়ের আতশবাজি ছিলো চোখ ধাঁধানো।
অনুষ্ঠান জুড়ে সারপ্রাইজ পারফরমেন্স ছিলো আমেরিকান শিল্পী লেডি গাগার। আর সাথে ছিলো কানাডিয়ান আইকন সেলিন ডিওনের আবেগময় প্রত্যাবর্তন। তবে দিনটি শুরু হয়েছিলো ফ্রান্সের রেল নেটওয়ার্কে হামলার ঘটনা আর বৃষ্টির মধ্য দিয়ে। তুমুল বৃষ্টির কারণে অনুষ্ঠানের পরিকল্পনাতেও কিছুটা পরিবর্তন আনতে হয়েছে।