বিরোধী রাজনীতিকে ঝুঁকিতে ঠেলে দিয়েছে সরকার: বাম জোট

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২ | ০৮:০৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ | ০৮:০৮
দেশে শক্তিশালী বিরোধী দল নেই বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
বাম নেতারা বলেছেন, দেশে বিরোধী রাজনৈতিক দল বিকাশের প্রধান বাঁধা সরকারের স্বৈরতান্ত্রিক চরম কর্তৃত্ববাদী শাসন। দমন করে জনম্যান্ডেটবিহীন ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে সরকারই বিরোধী রাজনীতিকে প্রবল ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতারা এসব কথা বলেন। তারা বলেন, গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সরকার ও সরকারি দলের ন্যূনতম ধারণা থাকলে তারা যে গণতান্ত্রিক অধিকার ভোগ করেন তা বিরোধী রাজনীতি ও রাজনৈতিক দলের জন্যও একই অধিকার নিশ্চিত করতে হবে।
সভার এক প্রস্তাবে আগামী ২৫ এপ্রিলের মধ্যে গার্মেন্টসসহ সকল সেক্টরে শ্রমিকদের যাবতীয় বেতন-ভাতা পরিশোধ করতে মালিক ও সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাম জোটের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশীদ ফিরোজ, জোনায়েদ সাকি, অধ্যাপক আবদুস সাত্তার, মোশরেফা মিশু, মাসুদ রানা, ইকবাল কবির জাহিদ, আবদুল আলী, মোশাররফ হোসেন নান্নু, আকবর খান, বাচ্চু ভূঁইয়া, শহীদুল ইসলাম সবুজ, মুনিরুদ্দিন পাপ্পু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, রাশেদ শাহরিয়ার, বিধান দাস প্রমুখ।