ঢাকা রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

সংকট থেকে দেশকে উদ্ধারে বামপন্থিদের কাছেই আসতে হবে: মেনন

সংকট থেকে দেশকে উদ্ধারে বামপন্থিদের কাছেই আসতে হবে: মেনন

রাশেদ খান মেনন- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২২ | ১২:৪৫ | আপডেট: ১৭ মে ২০২২ | ১২:৪৫

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সরকারই স্বীকার করছে জিনিসপত্রের অগ্নিমূল্য তাদের নিয়ন্ত্রণের বাইরে। এ সবই নয়া উদারবাদী অর্থনৈতিক নীতির ফলাফল। দেশকে এই সংকট থেকে উদ্ধার করতে অতীতের মতো বর্তমানেও বামপন্থা ও বামপন্থিদের কাছেই আসতে হবে।

মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পূর্তিতে বছরব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপনের কর্মসূচি উদ্বোধনকালে রাশেদ খান মেনন এসব কথা বলেন। 

মেনন বলেন, পুঁজিবাদ ইতিহাসের শেষ কথা নয়, সমাজতন্ত্রই মানুষের মুক্তির পথ। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ও সমাজতন্ত্রের বিপর্যয় ঘটেছে ঠিকই। তবে পৃথিবী আবার ঘুরে দাঁড়াচ্ছে সমাজতন্ত্রের পথে। বরং পুঁজিবাদেরই মৃত্যুযন্ত্রণা দেখছে বিশ্ববাসী প্রতি মুহূর্তে।

তিনি আরও বলেন, এখনও সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে মূল শক্তি বামপন্থিরা। ওয়ার্কার্স পার্টি আগামী পঞ্চাশ বছরে সমাজতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। 

আরও পড়ুন

×