ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

বিএনপি-জামায়াত খুনের রাজত্ব কায়েম করতে চায়: বাহাউদ্দিন নাছিম

বিএনপি-জামায়াত খুনের রাজত্ব কায়েম করতে চায়: বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম/ সংগৃহীত পুরোনো ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২২ | ০৩:৫৭ | আপডেট: ০৫ জুন ২০২২ | ০৩:৫৭

বিএনপি-জামায়াত খুনের রাজত্ব কায়েম করতে চায় বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, তারা আজ আমাদের প্রিয় নেত্রীকে হত্যা করতে চায়। তাকে হত্যা করে ১৯৭৫ সালের খুনিদের সাথে কণ্ঠ মিলিয়ে এদেশে রাজত্ব কায়েম করতে চায়।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়, শান্তিতে বসবাস করতে চায়। এদেশে কেউ যদি হত্যার রাজনীতি করার পায়তারা করে তাদের নির্মূল করা হবে। যারা বঙ্গবন্ধুকন্যাকে হত্যা করতে চায়, এরাই ৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারে সদস্যদের হত্যা করেছে। জেলের ভিতরে জাতীয় চার নেতাকে হত্যা করেছে। এই অপশক্তি ক্ষমতায় থাকা অবস্থায় দেশে অপরাজনীতি সৃষ্টি করে দেশকে অন্ধকারে নিয়ে গিয়েছিল। 

আজ রোববার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকালে রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সামাজিক জনসচেতনতামূলক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। 

বাহাউদ্দিন নাছিম বলেন, একটি গোষ্ঠী আজ সকল কাজে বিরোধিতা করে থাকে। তারা দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়। তারা রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে চায়, হত্যা-গুম আতঙ্ক সৃষ্টি করে বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করতে চায়। এরা দেশের জনজীবনকে বিপর্যস্ত করার চেষ্টা করে। 

তিনি বলেন, কেউ যদি দেশে অশান্তি সৃষ্টি করে, আমাদের নেত্রীকে নিয়ে বাজে মন্তব্য করে, তাদের আমরা মোকাবিলা করব। আগামী দিনে আর কোনো প্রতিবাদ হবে না। তাদের প্রতিরোধ করব। শেখ হাসিনার বাংলাদেশে কোনো ঘাতক, সন্ত্রাসীর স্থান নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে কেউ যদি বাধা দেয় আমরা শেখ হাসিনার নেতৃত্বে প্রতিহত করব। 

তিনি আরও বলেন, ঢাকার আশপাশের নদীগুলো আজ মৃতপ্রায়। এখানে কোনো মাছ বাঁচে না। ভুলক্রমে ডলফিন এখানে এসেছিল, তারাও মরে যাচ্ছে। কেউ তাদের মারেনি, পরিবেশ দূষণের কারণে তারা মরে যাচ্ছে। নদী দূষণের কারণে কোনো প্রাণী সেখানে বেঁচে থাকতে পারে না। এই পরিবেশ রক্ষার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। 

স্বেচ্ছাসেবক লীগের প্রশংসা করে বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মানুষকে জাগ্রত করার জন্য আহ্বান জানায়, সচেতনতা সৃষ্টি করে। এটি তারা তাদের সৃষ্টি থেকে করে যাচ্ছে। তারা বর্ষাকালে দেশব্যাপী পরিবেশ রক্ষার জন্য বৃক্ষ রোপণ করে থাকে। তারা আমাদের এই মাতৃভূমিকে সবুজায়নের জন্য যথেষ্ট পরিমাণে কাজ করে যাচ্ছে। 

মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহসভাপতি আব্দুল আলীম ব্যাপারী, সালেহ মোহাম্মদ টুটুল, কৃষিবিদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদ-সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা, ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×