বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আতিকুলের শ্রদ্ধা

সোমবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র আতিকুল ইসলাম- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৪২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। সোমবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলসহ নেতাকর্মীরা।
বঙ্গবন্ধুর প্রতিকৃতির বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পর তারা কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদন শেষে আতিকুল ইসলাম বলেন, স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর অবদান। সোনার বাংলা গড়ে তোলা ছিল তার স্বপ্ন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন আতিকুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকাকে সুস্থ, সচল ও আধুনিক করতে কাজ করবেন।
গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট পেয়ে মেয়র পদে পুনঃনির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির তাবিথ আউয়াল পান ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।