মেট্রোপলিটন সরকার অপরিহার্য হয়ে পড়েছে: জেএসডি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২২ | ১০:৪৪ | আপডেট: ০১ জুলাই ২০২২ | ১০:৪৪
মহানগরীতে নাগরিক সুবিধা নিশ্চিতে 'মেট্রোপলিটন সরকার' গঠন অপরিহার্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী। আজ শুক্রবার রাজধানীর গুলিস্তানে জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
কামাল উদ্দিন বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের প্রতিনিধির সমন্বয়ে মেট্রোপলিটন কাউন্সিল গঠিত হবে। নির্বাচিত মেয়রের নেতৃত্বে মেট্রোপলিটন উপদেষ্টা কাউন্সিল ও মেট্রোপলিটন প্লানিং কমিশন গঠনের মাধ্যমে মহানগরকে আধুনিক ব্যবস্থায় উন্নীত করা হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য ইউসুফ সিরাজ খান মিন্টু, ঢাকা মহানগর পশ্চিমের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম প্রমুখ।
- বিষয় :
- জেএসডি