বিদেশিরা বিনা লাভে ঋণ দিচ্ছে না: সৈয়দ ইবরাহিম

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ০৯:৪৯ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ০৯:৪৯
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, ‘বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই সংকট সমাধানে সততা, সতর্কতা ও সাহসিকতা দরকার। জনগণকেও সম্পৃক্ত করতে হবে। বিদেশিরা যে ঋণ দিচ্ছে, তা বিনা লাভে দিচ্ছে না। শ্রীলঙ্কা যেমন ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে হাম্বানটোটা বন্দর চীনকে লিজ দিতে বাধ্য হয়েছে, তেমনি আমাদের উন্নয়নমূলক অবকাঠামো যে লিজ দিতে হবে না, তার গ্যারান্টি পাওয়া যাচ্ছে না।’
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত 'জ্বালানি এবং বিদ্যুৎ সংকটের কারণ ও সমাধানের গুচ্ছ প্রস্তাবনা' শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘সরকার ইনডেমনিটি দিয়েছে যে কুইক রেন্টাল নিয়ে কোনো কথা বলা যাবে না। এ কথার মাধ্যমে তারা বাংলাদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে। আবার তারা খন্দকার মোশতাকের ইনডেমনিটির বিরুদ্ধে কথা বলে।’
এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণঅধিকার পরিষদের ফারুক হাসান, এনডিএমের মহাসচিব নুরুজ্জামান হীরা প্রমুখ।