সারের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাসদের
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০৮:৪৬ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০৮:৪৬
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। তারা বলেন, বৈশ্বিক মহামারি করোনার অভিঘাতের মধ্যেও কোনো ধরনের বাড়তি প্রণোদনা ছাড়াই দেশের কৃষকরা কৃষি উৎপাদন অব্যাহত এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত রেখেছেন।
তারা আরও বলেন, ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত দেশের খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত রাখার ক্ষেত্রে নেতিবাচক পরিস্থিতি তৈরি করবে।
আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে খাদ্যবাজারসহ বিশ্ব অর্থনীতিতে তীব্র সংকট তৈরি হয়েছে। বৈশ্বিক সংকট বিবেচিনায় নিয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত সুবিবেচনার সাথে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত রাখতে কৃষক সমাজের প্রতি আহবান জানিয়েছেন।
তারা রাষ্ট্রীয় অর্থ-সম্পাদের অপচয়, দুর্নীতি ও ভোগ-বিলাস কঠোর হাতে বন্ধ করে কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখাও দাবি জানান।
- বিষয় :
- জাসদ
- সারের মূল্যবৃদ্ধি