ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

সরকার দেশকে নরকপুরী বানিয়েছে: বিএনপি

সরকার দেশকে নরকপুরী বানিয়েছে: বিএনপি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২২ | ১০:৪৩ | আপডেট: ১২ আগস্ট ২০২২ | ১০:৪৩

রাষ্ট্র এখন সর্বগ্রাসী রূপ ধারণ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি বলেছে, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীসহ কারও নিরাপদে জীবনযাপনের উপায় নেই। জানমালের নিরাপত্তা বিপন্ন। সরকার দেশকে নরকপুরী বানিয়েছে।

লক্ষ্মীপুর, ফেনী ও পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ ও ক্ষমতসীনদের হামলার প্রতিবাদে শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরও বলেন, অবৈধ অন্যায় কাজের বিরুদ্ধে কেউ যাতে উচ্চ স্বরে কথা বলতে না পারে, সে জন্য সরকার রক্ত ঝরানোর কর্মসূচি হাতে নিয়েছে। একচ্ছত্র আধিপত্য রাখতে গিয়ে বিরোধী মতের লোকজনদের প্রাণ কেড়ে নিচ্ছে, মিথ্যা মামলায় জেলে ভরছে আওয়ামী লীগ।
whatsapp follow image

আরও পড়ুন

×