‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছেন’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ০৬:৫১ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ০৬:৫১
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছেন।’ জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা প্রতিনিয়ত এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। তারা এখনো সক্রিয়। তাই তাদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে।
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
- বিষয় :
- জনপ্রশাসন প্রতিমন্ত্রী